আদালত থেকে আসামির পলায়ন, ৮ পুলিশ ক্লোজড

আদালত থেকে আসামির পলায়ন, ৮ পুলিশ ক্লোজড

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার আদালত প্রাঙ্গণে পুলিশের হেফাজত থেকে হত্যা মামলার আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় জেলা শহরে তোলপাড় শুরু হয়েছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে এটিএসআই খায়রুল ইসলামসহ আট পুলিশকে ক্লোজড করা হয়েছে।

নেত্রকোনা জেলা কারাগারের জেলার ফারহানা আক্তার বলেন, সকাল ১০টার দিকে কোর্ট পুলিশের মাধ্যমে বিভিন্ন মামলার ৪৫ জন আসামির সঙ্গে মিলন মিয়াকে আদালতে টাঠানো হয়।

আদালত সূত্রে জানা যায়, স্ত্রীকে হত্যায় দায়ে অভিযুক্ত মিলন মিয়াকে (২৭) জেলখানা থেকে রোববার সকালে অন্য আসামিদের সঙ্গে আদালতে হাজির করার জন্য আনা হয়।

তাদের প্রিজন ভ্যান থেকে লক-আপে নেওয়ার সময় পুলিশের চোখ ফাঁকি দিয়ে সে পালিয়ে যায়। পালিয়ে যাওয়া মিলন মিয়া নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার বিকালিকা গ্রামের মো. লুৎফর রহমানের ছেলে।

নেত্রকোনার পুলিশ সুপার জয়দেব চৌধুরী জানান, গত বছরের ২০ আগস্ট পৌর শহরের হোসেনপুর এলাকায় স্ত্রীকে হত্যা করে ধান ক্ষেতে ফেলে রাখার তিন দিন পর ঘাতক স্বামী মিলন মিয়াকে সাতপাই এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। সে ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্ত্রীকে হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্ধী দেয়।

রোববার আদালতে হত্যা মামলার দিন ধার্য থাকায় তাকে জেলখানা থেকে আদালতে পাঠানো হয়। এ ঘটনায় অসতর্কতা ও দায়িত্ব অবহেলার অভিযোগে এটিএসআই খায়রুল ইসলামসহ আট পুলিশকে ক্লোজড করা হয়েছে। পালিয়ে যাওয়া মিলনকে গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।

(নিউজ টোয়েন্টিফোর/কাকন/তৌহিদ)

সম্পর্কিত খবর