শিকাগোয় রাতভর গোলাগুলিতে নিহত ৫, গুলিবিদ্ধ ৪৪

সংগৃহীত ছবি

শিকাগোয় রাতভর গোলাগুলিতে নিহত ৫, গুলিবিদ্ধ ৪৪

নিউজ টোয়েন্টিফোর অনলাইন

সাপ্তাহিক ছুটির দিনের রাতে যুক্তরাষ্ট্রের শিকাগোয় সহিংসতায় ৫ জন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন অন্তত ৪৪ জন। স্থানীয় সময় শনিবার দিবাগত রাত দেড়টা থেকে পরবর্তী তিন ঘণ্টায় অন্তত ৩০ জন গুলিবিদ্ধ হয়। খবর সিএনএন'র।


 
শিকাগো পুলিশ ব্যুরো অব পেট্রোলের প্রধান ফ্রেড ওয়ালার বলেন, রাতটা শিকাগো শহরের জন্য ভয়ঙ্কর সহিংসতাপূর্ণ অভিজ্ঞতা ছিল। এগুলোর মধ্যে কিছু ঘটনা ছিল টার্গেটেড এবং অন্যগুলো গ্যাংয়ের মধ্যকার দ্বন্দ্ব।
 
পুলিশ রেকর্ডে দেখা গেছে, শনিবার দিবাগত মধ্য রাত থেকে রোববার দুপুর ২টা পর্যন্ত এইসব বন্দুক হামলার ঘটনা ঘটে। তবে রোববারের সহিংসতাপূর্ণ রাতের আগেও শুক্রবার ছয়টি বন্দুক হামলার ঘটনা ঘটে।

শুক্রবার থেকে গোলাগুলিতে ৬৩ জন গুলিবিদ্ধ ও ১০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে এবিসি সেভেন নিউজ।
 
ফ্রেড ওয়ালারের বরাত দিয়ে সিএনএন জানায়, ২০১৭ সালের তুলনায় চলতি বছর বন্দুক হামলার ঘটনা ৩০ ভাগ এবং হত্যাকাণ্ডের ঘটনা ২৫ ভাগ কমে এসেছে।

এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার মধ্যরাত থেকে রোববার সকাল পর্যন্ত সাত ঘন্টার মধ্যে এসব ঘটনা ঘটেছে। এতে চার জন নিহত ও অন্তত ৪০ জন গুলিবিদ্ধ হয়েছেন।