সপ্তমীর আরতি চলাকালীন পূজা মণ্ডপে আগুন, নিহত ৫

সংগৃহীত ছবি

সপ্তমীর আরতি চলাকালীন পূজা মণ্ডপে আগুন, নিহত ৫

অনলাইন ডেস্ক

ভারতের উত্তরপ্রদেশের একটি পূজা মণ্ডপে সপ্তমীর আরতি চলাকালীন আগুন লেগে ৫ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন দুই নারী ও তিন শিশু। রোববারের এ ঘটনায় আরও ৬৪ জন গুরুতর আহত হয়েছে। খবর আনন্দবাজারের।

ঘটনাটি উত্তরপ্রদেশের ভদোহী জেলার অউরাই এলাকার। সেখানে একটি দুর্গাপূজার মণ্ডপে সপ্তমীর আরতি চলছিল। পূজা দেখতে জড়ো হয়েছিলেন অনেকে। পুলিশের বরাত দিয়ে আনন্দবাজার জানিয়েছে, আরতি চলাকালীন ওই পূজা মণ্ডপে উপস্থিত ছিলেন অন্তত ১৫০ জন।

রাত ৯টার দিকে সেখানে হঠাৎ আগুন লেগে যায়।

মণ্ডপে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। দগ্ধ হয়ে মৃত্যু হয় তিন শিশু ও দুই নারীর। দর্শনার্থীদের অনেকে পুড়ে যাওয়া ক্ষত নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আহতদের মধ্যে ২২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ভদোহীর জেলাশাসক গৌরাঙ্গ রাঠি। অনেকেরই শরীর ৩০ থেকে ৪০ শতাংশ পুড়ে গেছে। একাধিক হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে আগুন লাগার অন্য কোনও কারণ আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

news24bd.tv/ আজিজ