এশিয়া কাপে নেই তাসকিনের নাম

ফাইল ছবি

এশিয়া কাপে নেই তাসকিনের নাম

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

এশিয়া কাপের জন্য ৩১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। তবে এখানে নেই তাসকিন আহমেদের নাম। এতে ঠাঁই পেয়েছেন কয়েকজন নতুন মুখ। কিন্তু কেন একসময় নিয়মিত থাকা এ পেসার দলের বাইরে? এই প্রশ্ন এখন ক্রিকেটপ্রেমীদের মাঝে।

তাসকিন সবশেষ ছিলেন নিদাহাস ট্রফির টি-টোয়েন্টি দলে। তবে তার পারফরম্যান্সে চোখে পড়ার মতো কিছু ছিল না। এর পর ইনজুরিতে পড়েন তিনি। পরে কিছুটা সুস্থ হয়ে উঠলে তাকে ‘এ’ দলে অন্তর্ভুক্ত করা হয়।

উড়াল দেন আয়ারল্যান্ডে। কিন্তু বিধিবাম! ফের ইনজুরিতে পড়েন তিনি। ফিল্ডিং করতে গিয়ে হাতের তালু ফেটে যায় তার।

সেই ইনজুরি নিয়ে দেশে ফিরে আসেন তাসকিন। এখন রয়েছেন পুনর্বাসনে। সব মিলিয়ে এশিয়া কাপে খেলার মতো অবস্থায় নেই দেশ অন্যতম এ গতিতারকা। মূলত এ কারণেই প্রাথমিক দলেও জায়গা পাননি তিনি।

৩১ জনের দলে ঠাঁই মেলেনি আরেক পেসার শফিউল ইসলামেরও। গেল বছর দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট এবং টি-টোয়েন্টি দলে ছিলেন তিনি। তবে পারফরম্যান্স দেখাতে পারেননি। এর পর দল থেকে বাদ পড়েন। তখন থেকে বাইরেই রয়েছেন তিনি।

 

(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর