পরমাণু নিরস্ত্রীকরণে আলোচনায় কিম-মুন

ছবি-সংগৃহীত

পরমাণু নিরস্ত্রীকরণে আলোচনায় কিম-মুন

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়ে আলোচনা করতে দেশটির রাজধানী পিয়ংইয়ংয়ে কিম জং উনের সঙ্গে মিলিত হচ্ছেন দক্ষিণ কেরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন। মঙ্গলবার পিয়ংইয়ং পৌঁছান দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন। খবর বিবিসির।

তিনদিনের এই সফরে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে তার স্ত্রী কিম জুং-সুকও রয়েছেন।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানান উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও তার স্ত্রী রি সোল-জু।

গেলো এক দশকের মধ্যে এই প্রথম দক্ষিণ কোরিয়ার কোনও নেতা উত্তর কোরিয়া সফরে এলেন। গেলো এপ্রিলে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের প্রথম ঐতিহাসিক বৈঠকের পর চলতি বছর এটি উভয় নেতার তৃতীয় সাক্ষাৎ।

খবরে বলা হয়েছে, উভয় নেতা ‘পরমাণু নিরস্ত্রীকরণের ব্যবহারিক পদক্ষেপ’ নিয়ে আলোচনা করবেন।

তবে এ ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।

বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ কোরিয়ার দুটি লক্ষ্য রয়েছে। একটি হচ্ছে আন্তঃকোরীয় সহযোগিতা ও সৌহার্দ্য জোরদার করা এবং পরমাণু নিরস্ত্রীকরণ ইস্যুতে পিয়ংইয়ং-ওয়াশিংটনের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন।

বিবিসির সিউল সংবাদদাতা লরা বাইকার বলেন, এই বৈঠকে পরমাণু নিরস্ত্রীকরণে বাস্তবসম্মত পদক্ষেপ নিতে উত্তর কোরিয়াকে রাজি করানোর ব্যাপারে মুনকে অগ্রগতি অর্জন করতে হবে।


NEWS24▐ কামরুল

সম্পর্কিত খবর