দক্ষিণ আফ্রিকায় আগুনে নিহত তিন জনের দাফন সম্পন্ন

দক্ষিণ আফ্রিকায় আগুনে নিহত তিন জনের দাফন সম্পন্ন

ফেনী প্রতিনিধি

দক্ষিণ আফ্রিকার নর্থওয়েস্ট প্রভিন্সের ব্রিটস শহরে নিজ দোকানে সন্ত্রাসীদের লাগানো আগুনে পুড়ে ফেনীর সোনাগাজী ও দাগনভূইয়ার মামা ও দুই ভাগিনাসহ ফেনীর একই পরিবারের তিন জনের লাশের দাফন সম্পন্ন হয়েছে।

 শুক্রবার সকাল সাড়ে দশটায় স্থানীয় ফাজিলেরঘাট বাজারে নিহতদের জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে নিজ নিজ পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। জানাজায় অংশনেন সোনাগাজী ও দাগনভূইয়া উপজেলা চেয়ারম্যানসহ স্থানীয় এলাকাবাসি ।

এর আগে বৃহস্পতিবার রাত ৯টায় বিমানে নিহতদের লাশ হযরত শাহজালাল অন্ত জাতিক বিমান বন্দরে পৌঁছায়। বৃহস্পতিবার বাদ জোহর দক্ষিণ আফ্রিকার নর্থওয়েষ্ট প্রভিন্সের একটি শহরের লোডিয়ামের বিলাল মসজিদে তাদের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠি হয়।

উল্লেখ্য, গত শনিবার ভোরে দক্ষিণ আফ্রিকার নর্থওয়েস্ট প্রভিন্সের ব্রিটস শহরে বাংলাদেশি মালিকানাধীন একটি দোকানে চাঁদার দাবিতে সন্ত্রাসীরা আগুন লাগিয়ে দেয়। এতে দগ্ধ হয়ে মারা যান ফেনীর সোনাগাজী উপজেলার চর মজলিসপুর গ্রামের একই পরিবারে তিন জন।

একই পরিবারের তিন সদস্যের এমন আকস্মিক মৃত্যুর ঘটনায় শোকের মাতম বইছে নিহতদের পরিবার পরিবার গুলোতে।


NEWS24▐ কামরুল

সম্পর্কিত খবর