যশোরে বিএনপি ৩৬ জনের নামে চার্জশিট

যশোরে বিএনপি ৩৬ জনের নামে চার্জশিট

যশোর প্রতিনিধি

যশোরের ঝিকরগাছার একটি নাশকতার পরিকল্পনা ও বিস্ফোরক মামলায় বিএনপি-জামায়াতের ৩৬ জনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদন্ত শেষে আজ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই হাফিজুর রহমান।  

মামলার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৪ আগস্ট ঝিকরগাছা থানা পুলিশ গোপন সংবাদে জানতে পারে ডহর মাগুরা গ্রামের প্রবাসী লিয়াকত আলীর বাড়িতে বিএনপি-জামায়াতের হয়ে রাষ্ট্রবিরোধী ও নাশকতার উদ্দেশে গোপন বৈঠক মিলিত হয়েছে। পুলিশ সত্যতা যাচাইয়ের জন্য অভিযান চালালে মাজেদা বেগম ও তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ঘর থেকে ৪টি ককটেল ও ৬টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়।

 

এ ব্যাপারে এসআই খালেদুর রহমান বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখসহ অপরিচিত ব্যক্তিদের আসামি করে ঝিকরগাছা থানায় একটি মামলা করেন। এ মামলার তদন্ত শেষে আটক আসামিদের দেয়া তথ্য ও স্বাক্ষীদের বক্তব্য ঘটনার সাথে জড়িত থাকায় ওই ৩৬ জনকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। ঘটনার সাথে জড়িত না থাকায় ঝরনা বেগমের অব্যাহতির আবেদন করা হয়েছে। চার্জশিটে অভিযুক্ত ১২ জনকে পলাতক দেখানো হয়েছে।

 

NEWS24▐ কামরুল

সম্পর্কিত খবর