অভিষেকেই অর্ধশতক উপহার সাদমানের

সাদমানের অভিষেক

অভিষেকেই অর্ধশতক উপহার সাদমানের

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

অভিষেকেই অর্ধশতক উপহার দিলেন সাদমান ইসলাম। এর আগেই দলের অধিনায়ক সাকিব আল হাসান বলেছিলেন সাদমানের সম্ভাবনার কথা।

তিনি বলেন, প্রথম শ্রেণীর ক্রিকেটে ৪৬.৫০ গড় নিয়ে দুর্দান্ত ফর্মে আছেন বাম-হাতি এই ব্যাটসম্যান। সাদমান টেস্ট ক্রিকেটের জন্য এক্সাইটিং প্রসপেক্ট।

অর খেলার ধরন আমি যতটুক দেখেছি এবং শুনেছি, টেস্ট ক্রিকেটের সঙ্গে খুব মানানসই। ও যদি সুযোগ পায় আমি আশা করব সে যেন দলের জয়ে ভূমিকা রাখতে পারে।

বাঁহাতি ওপেনার প্রথমবারের মতো লাইমলাইটে আসেন ২০১৪ সালে। পাকিস্তানের ইমাম-উল-হক, দক্ষিণ আফ্রিকার অ্যাডাম মারক্রাম, ইংল্যান্ডের বেন ডাকেটদের টেক্কা দিয়ে সেবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ব্যাট হাতে ৬ ইনিংসে করেন ৪০৬ রান।

১০১.৫০ গড়ে এ রান করার পথে হাঁকান ১টি শতক ও ২টি অর্ধশতক। সর্বোচ্চ রানের ইনিংস ছিল ১২৬*।

এখন পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেটে ৪২ ম্যাচে ৬৭ ইনিংসে প্রায় ৪৭ গড়ে ৩ হাজার ২৩ রান করেছেন বাঁহাতি ব্যাটার। এ রান সংগ্রহের পথে হাঁকিয়েছেন ১৬ হাফসেঞ্চুরি ও ৭ সেঞ্চুরি। সর্বোচ্চ রানের ইনিংস ১৮৯। সদ্য সমাপ্ত জাতীয় ক্রিকেট লিগে ১০ ইনিংসে ২ সেঞ্চুরি ও ৩ হাফসেঞ্চুরিতে ৬৪৮ রান করেছেন সাদমান। রান সংগ্রহে সবার ওপরে তিনি।

সাদমানের আন্তর্জাতিক অভিষেক হতে পারত আরো আগে। তবে তার বাবা শহীদুল ইসলাম তা চাননি। তিনি চেয়েছিলেন ছেলে পরিপক্ক হয়েই মাঠে নামুক।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর