সুন্দরবনের ২০ দস্যুর আত্মসমর্পণ

ফাইল ছবি

সুন্দরবনের ২০ দস্যুর আত্মসমর্পণ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সুন্দরবনের দুই বাহিনীর প্রধানসহ ২০ দস্যু আত্মসমর্পণ করেছেন। পিরোজপুর জেলা স্টেডিয়ামে বুধবার বেলা ১১টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের কাছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র জমা দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন।

আত্মসমপর্ণকারীরা হলেন মানজু বাহিনীর মো. মানজু সরদার (৪৪), জুলফিকার ইজারদার (৪৬), মো. বাচ্চু মল্লিক (৩২), মো. তৌহিদুর রহমান শেখ (৫০), মো. রেজাউল ইসলাম (২৫), মো. পলাশ খান (৩৪), মো. সুময়ানমান ফকির (২৫), মো. জামরুল শেখ (৩০), মো. মজিব ইজারাদার (৩২),  মো. হাওলাদার আলমগীর (৩৮) ও মো. হানিফ শেখ (৩২)।  

এছাড়া, মজিদ বাহিনীর মো. তাকবির কাগচী মজিদ (৩৮), মো. হাসান বিশ্বাস (৩৯), মো. আব্দুল মজিদ (৩০), মো. ইউনুছ শেখ (২৪), মো. হাফিজুল ইসলাম (৩২), মো. আফজাল খান (৩৫), মো. এসকেন খান (৪০), মো. হাসান আলী ইজারদার (৩২)ও মো. মোসা ইজাদ্দার (৩৩)।

তাদের বাড়ি বাগেরহাট জেলার রামপাল ও মংলা থানার বিভিন্ন এলাকায়।  

সম্পর্কিত খবর