অধিনায়ক থেকে সহ-অধিনায়ক মুশফিক!

মুশফিকুর রহিম

অধিনায়ক থেকে সহ-অধিনায়ক মুশফিক!

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

এক সময় বাংলাদেশের সব ফরমেটের নেতৃত্ব ছিল মুশফিকুর রহিমের হাতে। কিন্তু সেখান থেকে কেবল টেস্টের লাগামটা ধরে রাখতে পেরেছেন তিনি।

যদিও দক্ষিণ আফ্রিকা সফরে টানা দুই টেস্টে বাজেভাবে হেরে সংবাদ সম্মেলনে 'ক্ষোভ' প্রকাশ করার পর সেটাও প্রায় যায় যায় অবস্থা। আগের চারটি বিপিএলে অধিনায়ক ছিলেন মুশফিক।

এবার নতুন করে অধিনায়ক থেকে সহ-অধিনায়কের খাতায় নাম লেখাচ্ছেন বাংলাদেশের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।

সিলেটে আজ পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের। দেশের সবচেয়ে জমকালো টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বেলা ২টায় মুখোমুখি হবে গত আসরের চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস ও স্বাগতিক সিলেট সিক্সার্স। এছাড়া সন্ধ্যা ৭টায় রংপুরের প্রতিপক্ষ রাজশাহী কিংস।

আর এই রাজশাহী কিংসের সহ অধিনায়ক মুশফিক। দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন সাবেক ক্যারিবীয় অধিনায়ক ড্যারেন স্যামি।  

এ প্রসঙ্গে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে বাংলাদেশ টেস্ট দলপতি বলেন, প্রতিবছরই ভিন্ন অভিজ্ঞতা হয়।

ড্যারেন স্যামি নেতৃত্ব দেবে। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন (টি-টোয়েন্টি বিশ্বকাপ) সে। তার কাছ থেকে অনেক কিছু শেখার থাকবে। অধিনায়ক থাকি না থাকি, পেছন থেকে চেষ্টা করব তাকে সহায়তা করার।

সম্পর্কিত খবর