নিহত আনসার সদস্যের পরিবার পেল লাখ টাকার চেক

লাখ টাকার চেক প্রদান করা হচ্ছে

নিহত আনসার সদস্যের পরিবার পেল লাখ টাকার চেক

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

কুষ্টিয়ার দৌলতপুরে তুচ্ছ ঘটনায় হত্যার শিকার আনসার সদস্যের পরিবারকে এক লাখ টাকার চেক প্রদান করেছে আনসার ভিডিপি।  

সোমবার বিকেল সাড়ে চারটার দিকে নিহত আনসার সদস্য খলিল মণ্ডলের স্ত্রী খনজনা বেগমের হাতে চেকটি তুলে দেন আনছার ও ভিডিপি জেলা কমান্ডেন্ট তরফদার আলমগীর হোসেন। উপস্থিত ছিলেন- জেলা সার্কেল অ্যাডজুন্ট্যান্ট কামরুল ইসলাম, দৌলতপুর আনছার ও ভিডিপি কর্মকর্তা হামিদা পারভীন, মনিটরিং সদস্য মানিক হাসান ও মোয়াজ্জেম হোসেন।

গত শনিবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের ফারাকপুর গ্রামে আনসার কমান্ডার খলিল মণ্ডলের সঙ্গে একই গ্রামের আজের আলীর ছেলে জাদু মিয়াকে নির্বাচনের ডিউটি না দেওয়া নিয়ে কথাকাটাকাটি হয়।

একপর্যায়ে জাদু মিয়া ক্ষুব্ধ হয়ে আনসার কমান্ডার খলিল মণ্ডলের গলায় জড়ানো মাফলার টেনে ধরলে শ্বাসরোধ অবস্থায় সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার খলিল মণ্ডলকে মৃত ঘোষণা করেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর