বিরল প্রজাতির মাছ দেখতে ভিড়

বিরল প্রজাতির মাছ দেখতে ভিড়

নাটোর প্রতিনিধি

নাটোরের সিংড়ার গুড়নাই নদীতে ধরা পড়েছে বিরল প্রজাতির মাছ। শুক্রবার সকালে সিংড়ার গুড়নাই নদীতে জেলেদের জালে এই বিরল প্রজাতির মাছটি ধরা পড়ে। পরে সিংড়া বাসষ্ট্যান্ড সংলগ্ন মৎস্য আড়তে বিক্রয়ের জন্য আনা হয় মাছটি। এসময় মাছ দেখতে উৎসক জনতা ভিড় করেন।

ইশান মৎস্য আড়তের স্বত্ত্বাধিকারী মো. সোহেল তালুকদার বলেন, মাছ আবার নদীতে অবমুক্ত করার জন্য তিনি ৩শ’ টাকায় জেলেদের কাছ থেকে কিনে নিয়েছেন।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, এটা কোন সামদ্রিক মাছ। এই ধরনের মাছ এর আগে কখনও চলনবিলে বা আড়তে দেখা যায়নি।

সিংড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক বলেন, এটা ‘সাকার ফিশ’।

মূলত এটা সাউথ আমেরিকান ফিশ। এক সময় এই মাছ বাংলাদেশে দেখা যেত, মাঝখানে তার বিলুপ্তি ঘটে। আবার কিছুদিন ধরে এই মাছ চলনবিলে দেখা যাচ্ছে।


NEWS24▐ Kamrul 

সম্পর্কিত খবর