চাঁপাইনবাবগঞ্জে আম চাষি ও ব্যবসায়ীদের নিয়ে কর্মশালা

চাঁপাইনবাবগঞ্জে আম চাষি ও ব্যবসায়ীদের নিয়ে কর্মশালা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে স্থানীয় আম চাষি ও ব্যবসায়ীদের নিয়ে উন্নত মানের আম উৎপাদন ও বাজারজাতকরণ বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  

আজ বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের এগ্রো প্রোডাক্টস প্রমোশন কাউন্সিল এর সহযোগিতায় ও বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্টস এ্যাসোশিয়েশনের (বিএমপিএমএ) চাঁপাইনবাবগঞ্জ শাখার উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্টস এ্যাসোশিয়েশনের সহ-সভাপতি মো. মনোয়ারুল ইসলাম ডালিম।  

প্রধান অতিথি ছিলেন দূর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজিব রাজু।

বিশেষ অতিথি ছিলেন বিএমপিএমএর সাবেক সাধারণ সম্পাদক মো. শুকুরুদ্দিন।  

কর্মশালায় আম চাষি ও ব্যাবসায়ীদের প্রশিক্ষণ প্রদান করেন কল্যানপুর হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক কৃষিবিদ ড. মোঃ সাইফুর রহমান ও জার্ম প্লাজম অফিসার কৃষিবিদ মো.জহুরুল ইসলাম।  


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর