মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্র নির্মাণে সহযোগিতা চাইলেন নূতন

ফাইল ছবি

মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্র নির্মাণে সহযোগিতা চাইলেন নূতন

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

মুক্তিযুদ্ধ নিয়ে একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করতে যাচ্ছেন ঢালিউড অভিনেত্রী নূতন। তিনি নিজেই এর চিত্রনাট্যের কাজ শুরু করেছেন। এজন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেও সহযোগিতা চেয়েছেন।

সম্প্রতি মুক্তিযুদ্ধ বিষয়ক অনুষ্ঠানে নূতন প্রামাণ্যচিত্র নির্মাণের কথা সবাইকে জানান।

নূতন বলেন, 'যুদ্ধের সময় ভাতের ফেন খেয়ে থেকেছি। কষ্ট করেছি। অনেক কষ্ট করে আমি শিল্পী হয়েছি। নিজের চোখে অনেক কিছুই দেখেছি।
অনেক মুক্তিযোদ্ধার অবহেলিত জীবনের কথা আমি জানি। এই সময়ে এসে আমি মুক্তিযোদ্ধাদের নিয়ে একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করতে চাই। '

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। নূতন বলেন, উপস্থিত মাননীয় মন্ত্রীর মাধ্যমে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার এই প্রামাণ্যচিত্র নির্মাণের ক্ষেত্রে সার্বিক সহযোগিতা চাই। আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী আমাকে সেই সহযোগিতা দেবেন। আমি আমার অনেকদিনের সেই স্বপ্নটা পূরণ করতে চাই।

স্বাধীন বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রয়াত চাষী নজরুল ইসলাম পরিচালিত 'ওরা ১১জন' ছবিতে কাজ করেছেন নূতন।  এ বছর তার ‘অহংকার’ ও ‘রংবাজ’ নামে দুইটি ছবি মুক্তি পেয়েছে।

সম্পর্কিত খবর