বিএনপির গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন

সংগৃহীত ছবি

বিএনপির গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির গণস্বাক্ষর কর্মসূচি উদ্বোধন করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকাল সাড়ে ১১টায় এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।  

এর আগে গণস্বাক্ষর কর্মসূচিতে অংশগ্রহণ করতে সকাল সাড়ে ১০টা থেকে নেতাকর্মীরা নয়াপল্টনে জড়ো হতে শুরু করেন।  

কর্মসূচিতে উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, কণ্ঠশিল্পী বেবি নাজনিন প্রমুখ।

বৃহস্পতিবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়াকে কারাবন্দি করা সরকারের নীল নকশার অংশ উল্লেখ করে তার মুক্তির দাবিতে তিনদিনের কর্মসূচি ঘোষণা করেন।

সম্পর্কিত খবর