আলিফ-নজরুল-পিয়াসের মরদেহ আসবে বিকেলে

আলিফ-নজরুল-পিয়াসের মরদেহ।

আলিফ-নজরুল-পিয়াসের মরদেহ আসবে বিকেলে

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

নেপালে বিমান দুর্ঘটনায় নিহত আরও তিনজনের মরদেহ আজ দেশে ফিরবে। তারা হলেন- আলিফুজ্জামান আলিফ, নজরুল ইসলাম ও পিয়াস রায়।

বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বৃহস্পতিবার বিকেলে তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনা হবে।

এদিকে স্থানীয় সময় সকাল নয়টায় নেপাল দূতাবাসে নিহত আলিফুজ্জামান, নজরুল ইসলামের জানাজা সম্পন্ন হয়।

রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস জানান, দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মরদেহগুলো পাঠানোর কথা থাকলেও ফ্লাইটটি দুই ঘণ্টা ডিলে হওয়ায় মরদেহগুলো বিকেল চারটা নাগাদ পৌঁছাবে। নেপাল দূতাবাস সকল কাজ সম্পন্ন করেছে। মরদেহ বিকেলে পৌঁছালে পররাষ্ট্র মন্ত্রণালয় লাশ গ্রহণ করবে। পরে আত্মীয় স্বজনের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

গতকাল বুধবার নিহত আলিফুজ্জামান, নজরুল ইসলাম ও পিয়াস রায়ের মরদেহ শনাক্ত হয়। এর আগে নিহত ২৩ জনের মরদেহ সোমবার দেশে আনার পর আর্মি স্টেডিয়ামে জানাজা শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, ১২ মার্চ ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিমান নেপালের ত্রিভুবন বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়। এতে ২৬ বাংলাদেশিসহ ৪৯ জন মারা যান।

সম্পর্কিত খবর