ভারতের এক মিসাইলে পুরো চীন শেষ!

ভারতের এক মিসাইলে পুরো চীন শেষ!

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

পাকিস্তান ও চীনকে কুপোকাত করতে নতুন অস্ত্র তৈরি করছে ভারত। এছাড়াও তৈরি করছে নিউক্লিয়ার স্ট্র্যাটেজি।  

সম্প্রতি দুই মার্কিন এক পরমাণু বিশেষজ্ঞ জানিয়েছেন, পাকিস্তানের কথা মাথায় রেখে ভারতের শক্তি বৃদ্ধি এবার কাজে আসবে চীনের ক্ষেত্রেও। ভারতের উন্নত পরমাণু শক্তির প্রশংসা করে তাঁদের লেখায় এ সম্পর্কিত বিস্তারিত তথ্য তুলে ধরেন ওই দুই মার্কিন বিশেষজ্ঞ।

একটি জার্নালে বলা হয়, ভারতের মিসাইল এতোটাই উন্নতমানের হচ্ছে যে, একটি মিসাইল দিয়ে গোটা চীন কে ধ্বংস করা যাবে।

ওই দুই মার্কিন বিশেষজ্ঞের মতে, পাকিস্তানের টার্গেট  করে ভারতের পরমাণুনীতি এবার কাজে আসবে চীনের জন্যও। চীনের দিকেই কড়া নজর রয়েছে ভারতের। আগামী দিনে ভারত আরও কয়েক ধাপ এগিয়ে যাবে এমনটাও মনে করেন তাঁরা।

সম্প্রতি এক মার্কিন ম্যাগাজিনে বলা হয়, ভারত আনুমানিক ৬০০ কিলোগ্রাম প্লুটোনিয়াম উৎপন্ন করেছে। যা থেক অন্তত ১৫০-২০০টি নিউক্লিয়ার ওয়ারহেড তৈরি করা সম্ভব। যদিও পুরো প্লুটোনিয়াম থেকেই অস্ত্র তৈরি করা হয় না। তবু ১২০-১৩০টি ওয়ারহেড তৈরি করা হয়।


(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর