রুশ বিমানের জরুরি অবতরণ, বেঁচে গেলেন ৩৪৫ যাত্রী
যান্ত্রিক ত্রুটি

রুশ বিমানের জরুরি অবতরণ, বেঁচে গেলেন ৩৪৫ যাত্রী

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

রাশিয়ার একটি প্লেন অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। আর এতে বেঁচে যায় ৩৪৫ জন যাত্রীর জীবন। প্লেনটি আকাশে ওড়ার পর হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দিলে দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে জরুরি অবতরণ করান প্লেনটির পাইলট। খবর এনডিটিভির।

জানা গেছে, এবিজি ৮৭৭২ প্লেনটি রাশিয়ার উইকাতেরিনবার্গ বিমানবন্দর থেকে ভিয়েতনামের দিকে যাচ্ছিল। হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং তা পাইলটের নজরে আসে। এরপরই কাছে থাকা দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন পাইলট।

সন্ধ্যা ছয়টা ১০ মিনিটের দিকে দিল্লি বিমানবন্দরে অবতরণ করেন প্লেনটি।

সঙ্গে সঙ্গে আটটি দমকল ও অ্যাম্বুলেন্স সেখানে পাঠানো হয়। যদিও আগুন লাগার মতো কোনো ঘটনা ঘটেনি। সব যাত্রীরা সুরক্ষিত ছিলেন বলে জানা যায়।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর