‘খালেদা ছাড়া বাংলার মাটিতে নির্বাচন হবে না’

‘খালেদা ছাড়া বাংলার মাটিতে নির্বাচন হবে না’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বেগম খালেদা জিয়াকে ছাড়া বাংলার মাটিতে আগামী দিনে কোনও নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না।

খালেদার কারামুক্তির দাবিতে সিলেটে বিভাগীয় সমাবেশে দেওয়া প্রধান অতিথির ভাষণে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন সরকারের উদ্দেশে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি বলেন, সরকার ভেবেছিল খালেদা জিয়াকে বন্দি রেখে বিএনপিকে দুর্বল করা যাবে। কিন্তু তাদের সেই আশা ব্যুমেরাং হয়েছে।

আমরা খালেদা জিয়াকে মুক্ত করেই দেশে আবারও গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করব।

মঙ্গলবার বিকেলে সিলেট জেলা রেজিস্ট্রার মাঠে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সিলেট বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন।

মোশাররফ বলেন, শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই খালেদা জিয়াকে মুক্ত করা হবে। তাঁর নেতৃত্বেই বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে।

ড. মোশাররফ হোসেন বলেন, সরকার বিএনপি এবং খালেদা জিয়াকে বাইরে রেখে ২০১৪র' ৫ জানুয়ারির মতো একতরফা নির্বাচনের ষড়যন্ত্র করছে। কিন্তু ওই নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্যতা পায়নি। সুতরাং বর্তমান সরকার অনির্বাচিত এবং সংসদ অবৈধ। কেননা এই সরকার ৫ জানুয়ারির নির্বাচনকে নিয়ম ও সংবিধান রক্ষার নির্বাচন বলে জনগণের সাথে প্রতারণা করেছে। বিদেশী বন্ধুদের সঙ্গেও প্রতারণা করেছে।

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেনের সভাপতিত্বে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান সেলিম ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ ছাড়াও কেন্দ্রীয় নেতাদের মধ্য আরো বক্তব্য দেন, বিএনপির ভাইস চেয়ারম্যান  ইনাম আহমেদ চৌধুরী, মো. শাহজাহান, বরকত উল্লাহ বুলু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, ফজলুল হক আসপিয়া, এনামুল হক চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির,  সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, দিলদার হেসেন সেলিম, কলিম উদ্দিন আহমেদ মিলন, সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য শাম্মী আক্তার,  এম নাসের রহমান, আলহাজ্ব সুফিয়ান, নাসির উদ্দিন চৌধুরী, মিজানুর রহমান চৌধুরী,অ্যাডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নি, জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট এম নুরুল হক, সিলেট মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কায়সার আহমেদ ঝন্টু, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল গফফার , সুনামগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, মৌলভী বাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, হবিগঞ্জ পৌর মেয়র জিকে গউজ, যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু, জাসাসের সাধারণ সম্পাদক হেলাল খান, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, সিলেট মহানগর মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী মিনারা বেগম, জেলা মহিলা দলের সভানেত্রী সালেহা কবির সেপী, সিলেট জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমেদ, সিলেট মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইউনুছ মিয়া প্রমুখ।  

এছাড়াও বক্তব্য দেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ হক, সাবেক সংসদ সদস্য আবুল খায়ের চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, জেলা বিএনপির সদস্য এটিএম বেলায়েত হোসেন মোহন, বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার, অ্যাডভোকেট আবেদ রাজা, যুবদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি নুরুল ইসলাম সাজু, সিলেট জেলা যুবদলের সহ-সভাপতি ইকবাল বাহার চৌধুরী, সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফেরদৌস মুন্না, যুবদলের সাবেক সহ-সভাপতি কাউয়ুম চৌধুরী, ছাত্রদল নেতা ইকবাল হোসেন আসিফ, আরাফাত রহমান কোকো স্পোটিং ক্লাবের সাধারণ সম্পাদক জাহেদ আহমেদ প্রমুখ।  

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর