মতিয়া চৌধুরীর কুশপুত্তলিকা দাহ

মতিয়া চৌধুরীর কুশপুত্তলিকা দাহ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ‘রাজাকারের বাচ্চা’ বলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর কুশপুত্তলিকা দাহ করেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার রাত পৌঁনে আটটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে এই কুশপুত্তলিকা দাহ করা হয়।

এর আগে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী জাতীয় সংসদে কোটা সংস্কারের আন্দোলনরত শিক্ষার্থীদের ‘রাজাকারের বাচ্চা’ বলে সম্বোধন করেছিলেন।

এরই প্রতিবাদে আন্দোলনকারীরা বলছেন, কৃষিমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে।

অন্যথায় আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

এছাড়াও ‘রাজাকারের বাচ্চা’ বলায় মঙ্গলবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মতিয়ার বক্তব্য প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।


(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর