দেশে এখন একদলীয় শাসন চলছে : এরশাদ

ফাইল ছবি

দেশে এখন একদলীয় শাসন চলছে : এরশাদ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

দেশে এখন একদলীয় শাসন চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। তিনি বলেন, সর্বত্র দলীয়করণ, লুটপাট। ব্যাংকে টাকা নাই, লুটপাট হয়ে গেছে। শেয়ারবাজারে লুটপাট।

নির্বাহী বিভাগ কারো কথা শোনে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা ছাড়া কেউ কাজ করে না। ফাইল নড়ে না।  

রবিবার দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে জেলা জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এরশাদ আরও বলেন, একদলীয় শাসন চাই না, জনগণের শাসন চাই। সুষ্ঠু নির্বাচন চাই। সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না-আমরাই ক্ষমতায় যাবো। দুঃশাসনের বেড়াজাল ভেঙে সুশাসন প্রতিষ্ঠা করবো। এবার সে সুযোগ এসেছে বলেও মন্তব্য করেন সাবেক এই প্রেসিডেন্ট।

সম্পর্কিত খবর