কলমাকান্দায় মাধ্যমিক স্কুল জাতীয়করণ হওয়ায় শিক্ষার্থীদের আনন্দ মিছিল

কলমাকান্দায় মাধ্যমিক স্কুল জাতীয়করণ হওয়ায় শিক্ষার্থীদের আনন্দ মিছিল

কলমাকান্দায় মাধ্যমিক স্কুল জাতীয়করণ হওয়ায় শিক্ষার্থীদের আনন্দ মিছিল

নেত্রকোনা প্রতিনিধি

৭৬ বছরের পুরনো ঐতিহ্যবাহী কলমাকান্দা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়কে জাতীয়করণ করায় নেত্রকোনার সীমান্তবর্তী কলমাকান্দায় বিশাল আনন্দ মিছিল করেছে স্কুলের বর্তমান ও প্রাক্তন শিক্ষক শিক্ষার্থীরা। প্রথমবারের মত উপজেলা মাধ্যমিক স্কুল সরকারীকরণ করায় রবিবার বিদ্যালয়ের উদ্যোগে এ আনন্দ মিছিলের আয়োজন করা হয়। বেলা সাড়ে ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গন থেকে উপজেলা শহরে একটি বিশাল আনন্দ র‌্যালি বের হয়। র‌্যালিটি সদরের উপজেলা মোড় হয়ে ধান বাজার, মধ্য বাজার হয়ে স্কুল প্রাঙ্গনে এসে শেষ হয়।

এ সময় র‌্যালিতে নেতৃত্ব দেন স্থানীয় সংসদ সদস্য ছবি বিশ্বাস। র‌্যালিতে স্কুলের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরাসহ সর্বস্তরের মানুষ অংশ গ্রহন করেন। পরে স্কুল প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দায়িত্ব প্রাপ্ত প্রধান শিক্ষক এ কে এম এমদাদুর রহমান।

এ সময় শিক্ষক এইচ এম ইলিয়াসের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপাতি চন্দন বিশ্বাস, সম্পাদক আনোয়ার হোসেন আজাদ, জেলা পরিষদ সদস্য ইদ্রিস আলী তালুকদার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সুলতান গিয়াস উদ্দিন, কৃষকলীগ সভাপতি আবুল কালাম আজাদ, প্রেসক্লাব সভাপতি রাজ্জক আহমেদ রাজু, শিক্ষক মিজানুর রহমান সেলিম ও পলাশ কান্তি বিশ্বাস প্রমূখ।


(নিউজ টোয়েন্টিফোর/কেআই)

সম্পর্কিত খবর