টেস্ট অভিষেকে টস জিতে ফিল্ডিংয়ে আয়ারল্যান্ড

টেস্ট অভিষেকে টস জিতে ফিল্ডিংয়ে আয়ারল্যান্ড

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বৃষ্টি প্রথম দিনের পুরোটাই কেড়ে নিয়েছে। পাকিস্তানের বিপক্ষে আয়ারল্যান্ডের ঐতিহাসিক অভিষেক টেস্টের টসটাও হতে পারেনি শুক্রবার। তবে শনিবার যথাসময়েই মাঠে গড়িয়েছে খেলা। ১২ মে দিনটি তাই ইতিহাসে ঢুকে গেল।

টেস্ট ক্রিকেটের একাদশ দেশ হিসেবে আত্মপ্রকাশ হলো আইরিশদের। ডাবলিনের মালাহাইড ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আগে ফিল্ডিং বেছে নিয়েছে আয়ারল্যান্ড।

শুরুটাও দুর্দান্ত করেছে আইরিশরা। পাকিস্তানের দুই ওপেনারকেই প্যাভিলিয়নে ফেরত পাঠিয়েছে তারা।

শেষ খবর পাওয়া পর্যন্ত পাকদের সংগ্রহ ২ উইকেটে ১৫ রান।

 শুক্রবার সকাল থেকে বৃষ্টি। শেষ পর্যন্ত তা আয়ারল্যান্ডের অভিষেক টেস্টের প্রথম দিন পুরোটা কেড়ে নেয়। তাতে একটা ইতিহাসও হয়ে গেছে। আগের ১০টি টেস্ট খেলুড়ে দেশের অভিষেক টেস্টের প্রথম দিন বৃষ্টিতে ভেসে যায়নি। এবারই সেটা প্রথম।

এমনিতে একাদশ দেশ হিসেবে আয়ারল্যান্ডের হয়ে প্রথম বল, প্রথম রান, টস সবকিছুই দেশটির ইতিহাস হয়ে থাকবে। এ ম্যাচে পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদের সঙ্গে টস করতে নেমে যেমন নিজ দেশের ইতিহাস হয়ে রইলেন উইলিয়াম পোর্টারফিল্ড। প্রথম বলটি করেছেন টিম মুরটাগ।

প্রথম দিন বৃষ্টিতে ভেসে যাওয়ায় এই টেস্ট অঘোষিতভাবে চার দিনের টেস্টে পরিণত হয়েছে। তাই এ ম্যাচে ফলোঅনের ব্যবধানও কমে এসেছে। সেটি ২০০ রান থেকে কমে ১৫০ রান বিবেচিত হবে।

সর্বশেষ ২০০০ সালের নভেম্বরে ১০ম দেশ হিসেবে টেস্ট অভিষেক হয় বাংলাদেশের।

সূত্র: ক্রিকবাজ

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর