যৌন হয়রানি নিয়ে যা বললেন আলিয়া

আলিয়া ভাট

যৌন হয়রানি নিয়ে যা বললেন আলিয়া

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সাম্প্রতিককালের অন্যতম আলোচিত বিষয় এখন 'যৌন হয়রানি'। সম্প্রতি হলিউডের প্রভাবশালী প্রযোজক হার্ভে ওয়েনস্টেইনের বিরুদ্ধে এমন অভিযোগ আসার পর বলিউড, টালিউড এবং ঢালিউড সিনেমা পাড়ায়ও বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অনেকেই। জানিয়েছেন মিডিয়ায় কাজ করতে এসে কীভাবে যৌন হয়রানির শিকার হয়েছেন।

অনেক শোবিজ তারকার মতে মিডিয়ায় কাজ করতে গিয়ে নারীদের যৌন হয়রানির শিকার হতে হয়।

তবে বাংলাদেশে কেউ কেউ আবার এর প্রতিবাদও করেছেন। তবে এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। না, তিনি এমন কোনো অভিজ্ঞতার মুখোমুখি হননি। তবে যৌন হয়রানি হলে বিষয়টি নিয়ে কী করা উচিত তারই কিছু পরামর্শ দিয়েছেন এই তারকা।
 

আলিয়া ভাট বলেন, এই বিষয়ে কথা বললেই সেটি নেতিবাচক কিছু হয়ে যায়। সবাই যেন ভাবতে থাকেন চলচ্চিত্র জগৎটাই খারাপ। সিনেমায় কাজ করার জন্য সবাইকেই অনেক পরিশ্রম করতে হয়। নারীদের ক্ষেত্রে নানা অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়। এ ধরণের ঝামেলায় পড়লে সবার আগে নিজেদের অভিভাবককে জানানো উচিত। প্রয়োজনে পুলিশের কাছে অভিযোগ করতে হবে। তবে কোনভাবেই চেপে যাওয়া যাবে না।

বলিউডে যৌন হয়রানির বিষয়ে এর আগে খোলাখুলিভাবে কথা বলেছেন ইলিয়েনা ডি’ক্রুজ, উর্বশী রাউতেলা, রাধিকা আপ্তে, কঙ্গনা রনৌত, কৃতি শ্যানন। বিষয়টি নিয়ে সবাইকে সচেতন হবার পরামর্শ দিয়েছেন আলিয়া ভাট।

সম্পর্কিত খবর