টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহতের সংখ্যা বেড়ে ৬

দুর্ঘটনা কবলিত ট্রাক।

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহতের সংখ্যা বেড়ে ৬

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতিতে ট্রাক উল্টে নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। এতে আহত অন্তত ১৫ জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে কালিহাতী থানার কাছে এ দুর্ঘটনা ঘটে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মোশাররফ হোসেন জানান, সকাল ছয়টার অন্তত ১৫ জন গুরুতর আহত লোক হাসপাতালে আনা হয়।

পরে হাসপাতালে নেওয়ার পর আও দুই জনের মৃত্যু হয়। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত যাত্রীরা জানান, তারা সকলে প্রাণ আরএফএল কোম্পানীর শ্রমিক। ছুটি শেষে গাইবান্ধা থেকে দুটি ট্রাকযোগে অন্তত ১২০ জন শ্রমিক সিলেটের উদ্দেশ্যে রওনা দেয়।

তারা টাঙ্গাইলের কালিহাতী থানার কাছে পৌঁছালে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( তদন্ত ) মনসুর আলী আরিফ  জানান, ভোরে থানার কাছে সেতু পার হওয়ার সময় একটি ট্রাক উল্টে যায়। খবর পেয়ে কালিহাতী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহযোগীতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।  

(নিউজ টোয়েন্টিফোর/আতিকুর/তৌহিদ)

সম্পর্কিত খবর