ইসরাইল রাষ্ট্রের বৈধতা দিতে সৌদির চক্রান্ত

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও যুবরাজ সালমান।

ইসরাইল রাষ্ট্রের বৈধতা দিতে সৌদির চক্রান্ত

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা নিয়ে সৌদি রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিভিশন চ্যানেল ‘আল-আরাবিয়া’য় সম্প্রতি একটি ডকুমেন্টারি সিরিজ ছাড়া হয়েছে। এর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ফিলিস্তিনিরা।

এর মাধ্যমে ইসরাইল ও সৌদি আরবের উষ্ণ সম্পর্ক নিয়ে যে গুজব চলছে, তা আরো এক ধাপ জোরালো হল।

দুই ভাগে বিভক্ত এই সিরিজের নাম দেওয়া হয়েছে ‘দ্য নাকবা’।

এতে ইহুদি জনগোষ্ঠীর প্রাক-রাষ্ট্র প্রতিষ্ঠার কাল্পনিক চিত্র তুলে ধরা হয়েছে। এটি নির্মাণে ইসরাইলি, আরব ও ঐতিহাসিকদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে।

আরও পড়ুন: ইরানের পাশে থাকবে ভারত?

নির্মাতাদের দাবি, একটি বিতর্কিত বিষয়কে নিরপেক্ষভাবে তুলে ধরার তাদের একটি প্রচেষ্টা।

টিভি চ্যানেলটি সিরিজটি সম্পর্কে দাবি করেছে, ‘তথ্যচিত্রে বিংশ শতাব্দীর এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ মুহূর্তটি নিয়ে উভয় পক্ষের প্রত্যক্ষদর্শী ও ঐতিহাসিকদের বর্ণনা ও সাক্ষাৎকার পর্যালোচনার মাধ্যমে কোনো মতাদর্শ বা পক্ষপাতিত্ব ছাড়াই ইসরাইল রাষ্ট্রের জন্মের গল্প পুনর্গঠন করা হয়েছে।

সিরিজটিতে ‘হোলোকাস্ট’ এরপর ইউরোপীয় ইহুদিদের ভয়াবহ অবস্থা তুলে ধরা হয়েছে। যাতে বর্ণনাকারীরা বলেছেন, হোলোকাস্টের পর ‘ইসরাইল জন্মগ্রহণ করেছে। স্বপ্ন বাস্তবায়িত হয়েছে’ এবং ‘আরব প্রতিবেশী সৈন্যরা প্যালেস্টাইন আক্রমণ করেছে’।

অনেক ফিলিস্তিনি অভিযোগ করেছেন, এই অনুষ্ঠানের মাধ্যমে ইহুদি দেশটিকে স্বাভাবিক করার জন্য সৌদি আরবের একটি নতুন চক্রান্ত।

ফিলিস্তিনি সাংবাদিকদের ফোরাম তার ওয়েবসাইটে একটি বিবৃতিতে বলেছে, ‘সিরিজটি দেখে মনে হচ্ছে আল-আরাবিয়া তার আরব পোশাক খুলে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। নাকবা’য় ফিলিস্তিনিদের ভূমির দখলদারিত্ব প্রতিষ্ঠার অবস্থা তুলে ধরা হয়েছে; ইহুদিবাদী আখ্যানেও স্বীকার করা হয়েছে। কিন্তু শোটিতে এটিকে ‘ইহুদিদের নাকবা’ (হোলোকাস্ট) হিসেবে বর্ণনা করা হয়েছে; যাতে দেখানোর চেষ্টা করা হয়েছে, ইহুদিরা ফিলিস্তিনে তাদের স্বদেশ প্রতিষ্ঠার জন্য বাধ্য হয়েছিল। এটি ইতিহাসের ঘটনাবলী ধ্বংস করার একটি সন্দেহজনক প্রচেষ্টা। ’

এতে বলা হয়েছে, ‘এই ডকুমেন্টারি মানবতা, জাতীয়তাবাদ ও ধর্মের সকল মূল্যবোধ থেকে দূরে সরে গেছে। এমনকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন আমেরিকান প্রশাসনের শতাব্দীর চুক্তির মাধ্যমে প্যালেস্টাইনের ঘটনাসমূহ দমিয়ে রাখার পরিকল্পনার চেয়েও এটি আরো বেশি ভয়াবহ। ’

প্যালেস্টাইনের ‘এন্টি-নর্মালাইজেশন সেন্টার’ও সৌদির নতুন এই সিরিজের তীব্র সমালোচনা করেছে।

তাদের এক বিবৃতিতে বলা হয়েছে. ‘আমরা দৃঢ়ভাবে এটির নিন্দা করছি। এটি একটি মিডিয়া বিপর্যয়; যেটিতে ইহুদিদের অধিকার প্রতিষ্ঠার জন্য একটি মিথ্যা গল্পের প্রচারণা চালানো হচ্ছে। ’

এতে আরো বলা হয়েছে, ‘ফিলিস্তিনিদের ঘটনার ইতিহাস অত্যন্ত স্পষ্ট। ইতিহাসের মিথ্যাচার করে আল-আরাবিয়া টিভি এবং অন্যান্যরা কখনো সফল হতে পারবে না। ’

আরও পড়ুন: বাকেরির পাকিস্তান সফর, ‍যুক্তরাষ্ট্রের সমালোচনা

সূত্র: দ্য জেরুজালেম পোস্ট

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর