যুক্তরাষ্ট্রের পরমাণু সামরিক স্থাপনা পরিদর্শন স্থগিত করেছে রাশিয়া

যুক্তরাষ্ট্রের পরমাণু সামরিক স্থাপনা পরিদর্শন স্থগিত করেছে রাশিয়া

অনলাইন ডেস্ক

ওয়াশিংটনে স্টার্ট পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তির অধীনে পারমানবিক সামরিক স্থাপনা পরিদর্শন স্থগিত করেছে রাশিয়া। সোমবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে রুশ গণমাধ্যম আরটি।

মস্কোর পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ওয়াশিংটনের প্রস্তাবিত পরিদর্শনের শর্তগুলো ‘মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একতরফা সুবিধার সৃষ্টি করেছে এবং রাশিয়ান ফেডারেশনকে আমেরিকান ভূখণ্ডে পরিদর্শন করার অধিকার থেকে কার্যকরভাবে বঞ্চিত করেছে। সমতা ও সমতার নীতি পুনরুদ্ধার হয়ে গেলে পরিদর্শন আবার শুরু হবে।

রাশিয়া চুক্তির সমস্ত বিধান মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ, বলে বিবৃতিতে যোগ করা হয়।

ইউক্রেনে হামলার জেরে মস্কোর ঘাড়ে নানা নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও তাদের মিত্রদেশগুলো। রাশিয়ার উড়োজাহাজগুলোর জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ইউরোপীয় ইউনিয়নের আকাশপথ। পশ্চিমা নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে সের্গেই লাভরভের নামও।

news24bd.tv তৌহিদ