তাইওয়ানে যুদ্ধ উস্কে দিচ্ছে যুক্তরাষ্ট্র: মাহাথির

সংগৃহীত ছবি

তাইওয়ানে যুদ্ধ উস্কে দিচ্ছে যুক্তরাষ্ট্র: মাহাথির

অনলাইন ডেস্ক

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ অভিযোগ করেছেন, তাইওয়ানে যুদ্ধ উসকে দিচ্ছে যুক্তরাষ্ট্র। তিনি বলেন, চীন তাইওয়ানে হামলার চেষ্টা করলে এই সুযোগে তাইপের কাছে বিপুল অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র। শুধু তা-ই নয়, চীনের বিরুদ্ধে দেশটিকে লড়াইয়ে সহায়তা করবে বাইডেন প্রশাসন।

৯৭ বছর বয়সী মাহাথির মোহাম্মদ মার্কিন বার্তা সংস্থা এপিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন।

উল্লেখ্য, চীনের হুঁশিয়ারি সত্ত্বেও সম্প্রতি তাইপে সফরে করেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। এর জেরে তাইওয়ানকে ঘিরে বড় ধরনের সামরিক মহড়া চালিয়েছে চীনের সামরিক বাহিনী। এ নিয়ে তাইওয়ান-চীনের মধ্যে সামরিক উত্তেজনা তুঙ্গে।

news24bd.tv/আলী