বাবা-মা পেলো ব্যাগে পড়ে থাকা সেই নবজাতক

বাবা-মা পেলো ব্যাগে পড়ে থাকা সেই নবজাতক

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের কামারখন্দে রাস্তার পাশে ব্যাগের ভেতর পড়ে থাকা সেই নবজাতক ছেলেশিশুর দায়িত্ব নিয়েছেন এক দম্পতি। বেলকুচি উপজেলার এক নিঃসন্তান দম্পতি শিশুটির দায়িত্ব নিতে চাওয়ায় বুধবার রাতে উপজেলা প্রশাসন তাদের কাছে নবজাতক শিশুটিকে হস্তান্তর করে। ওই সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা সবুজ আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইব্রাহিম এবং কামারখন্দ থানার ওসি মো. হাবিবুল্লাহ উপস্থিত ছিলেন।

কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুমা খাতুন জানান, মঙ্গলবার উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক নবজাতক ওই শিশুকে নিতে ইচ্ছুক দম্পতিদের আবেদন আহ্বান করা হয়।

এতে ১২টি আবেদন জমা পড়ে। বুধবার উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সিদ্ধান্তে শর্তসাপেক্ষে নিঃসন্তান এক দম্পতিকে নবজাতক ওই শিশুটির দায়িত্ব দেওয়া হয়। ওই দম্পতির স্বামী বিদেশ থাকায় স্ত্রীর কাছে শিশুটিকে তুলে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার সকালে উপজেলার জামতৈল ইউনিয়নের কৃষ্ণদিয়া এলাকায় রাস্তার পাশে একটি প্লাস্টিকের ব্যাগ পড়ে ছিল।

আসমা বেগম নামে এক নারী ওই ব্যাগের মধ্য থেকে কান্নার আওয়াজ শুনতে পান। পরে পুলিশের সহায়তায় অজ্ঞাতপরিচয় ওই নবজাতককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

news24bd.tv/FA