এবার পাকিস্তানে আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গু

সংগৃহীত ছবি

এবার পাকিস্তানে আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গু

অনলাইন ডেস্ক

ভয়াবহ বন্যার পর এবার ডেঙ্গু আতঙ্ক বেড়েছে পাকিস্তানে। দেশটির সিন্ধু প্রদেশে প্রায় ৪ হাজার মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন বলে স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন। একই সঙ্গে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সামনে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে বলে দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা সতর্কতা জারি করেছেন।

 

আজ বুধবার বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
 
ওই প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য জুনে শুরু হওয়া বন্যায় এখন পর্যন্ত ৩০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, মারা গেছেন প্রায় ১ হাজার ৫০০ জন। এখনও দেশটির বন্যাকবলিত এলাকাগুলোতে চলছে উদ্ধার অভিযান।

এর মধ্যে স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, ডেঙ্গু ও ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগের প্রকোপ বাড়ছে বন্যায় ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে।

অনেক বাস্তুচ্যুত পরিবার জলাবদ্ধ এলাকায় বাস করছেন। ফলে ডেঙ্গুর ঝুঁকি আরও বাড়বে।  

এখন পর্যন্ত পাকিস্তানের সিন্ধু প্রদেশে তিন হাজার ৮৩০ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন, এদের মধ্যে মারা গেছে কমপক্ষে ৯ জন। তবে এই সংখ্যা দ্রুতই বাড়তে পারে বলে স্বাস্থ্য বিশেষজ্ঞদের শঙ্কা।

পাকিস্তান মেডিকেল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল গফুর বিবিসিকে বলেন, সামগ্রিকভাবে সিন্ধুর পরিস্থিতি খুবই খারাপ। আমরা পুরো প্রদেশে চিকিৎসা শিবিরের আয়োজন করছি। বর্তমানে ডেঙ্গু ও ম্যালেরিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। সারা প্রদেশে প্রতিদিনই  ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। সন্দেহভাজন রোগীদের প্রায় ৮০ শতাংশ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন।

ডা. আব্দুল গফুর করাচির আগা খান হাসপাতালে চিকিৎসা দেন। সেখানেও ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। আগামী সপ্তাহগুলোতে পরিস্থিতি আরও খারাপ হতে চলেছে বলে জানান এ চিকিৎসক।

news24bd.tv/হারুন