সাফ জয়ে নারী দলকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

সংগৃহীত ছবি

সাফ জয়ে নারী দলকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

অনলাইন ডেস্ক

নারী সাফ চ্যাম্পিয়নশিপে নেপালকে হারিয়ে শিরোপাজয়ী বাংলাদেশ দলকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ টুর্নামেন্টের ফাইনালে কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো সাফ জয়ের আনন্দে ভাসে সাবিনা-কৃষ্ণারা।

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বাংলাদেশের নারী দলের এই ঐতিহাসিক জয়ে অভিনন্দন জানিয়ে এক বার্তা প্রেরণ করেন। সাফ চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে সাবিনাদের জয়ে অভিনন্দন জানিয়ে বার্তা প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।

আজ দীর্ঘ ১৯ বছর পর আবার দক্ষিণ এশিয়ার খেতাব অর্জন করল বাংলাদেশ। এর আগে ২০০৩ সালে সাফের ট্রফি জিতেছিল বাংলাদেশের পুরুষ দল। এবার নারী দলের হাতে উঠল শিরোপা।

ফাইনালে আজ বাংলাদেশকে ১৩ মিনিটেই গোল এনে দেন শামসুন্নাহার জুনিয়র।

এরপর ৪০ মিনিটে দারুণ এক শটে গোলকিপারকে পরাস্ত করেন কৃষ্ণা রানি সরকার। ৭০ মিনিটে নেপাল একটি গোল শোধ দিলেও এর মিনিট পাঁচের পর আবার গোল করেন কৃষ্ণা। সেই গোলেই জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

news24bd.tv/সাব্বির