শেষের আগে বাটলারকে পাবে না ইংল্যান্ড

সংগৃহীত ছবি

শেষের আগে বাটলারকে পাবে না ইংল্যান্ড

অনলাইন ডেস্ক

১৭ বছর পর পাকিস্তান সফরে এসেছে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল। এরইমধ্যে দলটি খেলে ফেলেছে চারটি ম্যাচও। তবে এর একটিতেও একাদশে ছিলেন না অধিনায়ক জস বাটলার। চোটের কারণে মাঠের বাইরে আছেন তিনি।

ধারণা করা হচ্ছিল, সিরিজের পঞ্চম টি২০তে ফিরবেন তিনি। তবে এ ম্যাচেও ফেরা হচ্ছে না বাটলার। এখনো পায়ের মাংসপেশির চোট থেকে পুরোপুরি সেরে ওঠেননি তিনি। তাই তাকে বিশ্রামেই রাখছে ইংল্যান্ড।

তবে সিরিজের শেষ ম্যাচ অথবা শেষ দুই টি২০ ম্যাচে বাটলারের মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে।

ইংল্যান্ডের সাদা বলের কোচ ম্যাথু মট জানিয়েছেন, বাটলারকে নিয়ে তারা কোনো ঝুঁকি নিতে চান না, ‘সে ওইরকম কোনো ক্রিকেটার নয় যাকে নিয়ে এই সময় আমরা ঝুঁকি নিব। কেননা বিশ্বকাপ সামনেই। যে কারণে তার এই চোটকে আমরা এত গুরুত্ব দিচ্ছি। ’ তবে বাটলারের সিরিজ যে শেষ হয়ে যায়নি সেটা নিশ্চিত করেছেন মট, ‘সম্ভবত শেষ ম্যাচে অথবা শেষ দুই ম্যাচে তাকে আমরা একটা সুযোগ দিব। ’ 

বাটলার না থাকলেও পাকিস্তান-ইংল্যান্ড টি২০ সিরিজ বেশ জমে উঠেছে। চার ম্যাচ শেষে ২-২ সমতায় আছে দুই দল।

news24bd.tv/সাব্বির