তিন মাসে পদ্মা সেতুতে টোল আদায় কত? 

সংগৃহীত ছবি

তিন মাসে পদ্মা সেতুতে টোল আদায় কত? 

অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করেন শনিবার (২৫ জুন)। এর পরদিন রোববার ভোর ৬টা থেকে জনসাধারণের জন্য পদ্মা সেতু খুলে দেয়া হয়। তৃতীয় দিনে পদ্মা সেতু  টোল আদায় হয়েছে ১ কোটি ৯৪ লাখ ৫৮ হাজার ১০০ টাকা। পদ্মা সেতু চালুর পর থেকে এখন পর্যন্ত মোট ১৪ লাখ যানবাহন দেশের দীর্ঘতম এই সেতুটি পারাপার হয়েছে।

আর এসব যানবাহন থেকে মোট টোল আদায় ছাড়িয়েছে ২০১ কোটি।  গত তিন মাসে উদ্বোধনের পরদিন (২৬ জুন) থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত (৯২ দিনে) সেতুর মাওয়া ও জাজিরা প্রান্তে এই টোল আদায় হয়েছে।

গতকাল মঙ্গলবার পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এখন পর্যন্ত পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ২০১ কোটি ১৩ লাখ ২৭ হাজার ৫০ টাকা।

আর সেতুটি পারাপার হয়েছে ১৪ লাখ ৪৭ হাজার ৮৫২টি যানবাহন।

স্বপ্নের পদ্মা সেতু চালু হওয়ার পর থেকেই বদলে গেছে রাজধানীর সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা। সেতু বিভাগ সূত্র জানিয়েছে, প্রতিদিন গড়ে পদ্মা সেতু দিয়ে ১৫ হাজার ৫৬৮টি যানবাহন পারাপার হয়েছে। আর গড়ে দৈনিক টোল আদায় হয়েছে দুই কোটি ১৬ লাখ ২৭ হাজার ১৭২ টাকা। এরমধ্যে জুলাই মাসে সর্বোচ্চ ৭৮ কোটি ৫০ লাখ ১৯ হাজার ৪০০ টাকা আদায় হয়েছে। ওই মাসে সর্বোচ্চ পাঁচ লাখ ৮৭ হাজার ২০টি যানবাহন পারাপার হয়েছে। আর প্রতিটি যানবাহন থেকে গড়ে এক হাজার ৩৮৯ টাকা টোল আদায় হয়েছে।

এদিকে, একদিনের হিসাবে গত ১৬ জুন পদ্মা সেতুতে সর্বোচ্চ ৫১ হাজার ৩১৬টি যানবাহন পারাপার হয়েছে। আর টাকার অঙ্কে গত ৮ জুলাই সর্বোচ্চ চার কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা টোল আদায় হয়েছে পদ্মা সেতুর দুই প্রান্তে।

এছাড়া জুলাই মাসের ৩১ দিনে যানবাহন পারাপার হয়েছে পাঁচ লাখ ৮৭ হাজার ২০টি। এই মাসে টোল আদায় হয় ৭৮ কোটি ৫০ লাখ ১৯ হাজার ৪০০ টাকা। পাশাপাশি আগস্ট মাসের ৩১ দিনে সেতু পারাপার হওয়া চার লাখ ১২ হাজার ৩০৩টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে ৬১ কোটি ৯৭ লাখ ৩৪ হাজার ৪০০ টাকা। আর সেপ্টেম্বর মাসের ২৬ দিনে পদ্মা সেতু পার হওয়া তিন লাখ ৩১ হাজার ৪২৫টি যানবাহন থেকে মোট ৫০ কোটি ৫১ লাখ ৭১ হাজার ৪০০ টাকা টোল আদায় হয়েছে।

এ ব্যাপারে প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের বলেন, শিগগির কালনা সেতু চালু হতে যাচ্ছে। তাতে পদ্মা সেতুতে টোল আদায় আরও বাড়বে।

news24bd.tv/রিমু