ইরানের উদ্দেশে দেশ ছেড়েছে ভলিবল দল 

সংগৃহীত ছবি

ইরানের উদ্দেশে দেশ ছেড়েছে ভলিবল দল 

অনলাইন ডেস্ক

বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন ভলিবল চ্যাম্পিয়নশিপে ভালো করতে বদ্ধপরিকর বাংলাদেশ দল। তাই তো টুর্নামেন্ট শুরুর আগে বিশেষ প্রস্তুতি সারতে ইরানের উদ্দেশে দেশ ছাড়ল নাহিদ-তরিকুলরা। আজ রাত সাড়ে ৮টায় এয়ার এরাবিয়ার এক ফ্লাইটে চড়ে ইরানের উদ্দেশে রওনা হয় ২১ সদস্যর বাংলাদেশ দল।

ইরানে প্রায় তিন সপ্তাহের মতো অনুশীলন করবে বাংলাদেশ দল।

জাতীয় দলের ইরানী কোচ আলিপোর আরোজীর তত্ত্বাবধানে হবে এই অনুশীলন। ২১ সদস্যের দলে খেলোয়াড় আছেন ১৬ জন। ম্যানেজার এবং কোচ সহকারী কোচসহ আছেন আরও ৫ জন। অনুশীলনের পাশাপাশি সেখানে ৮-১০টি প্রস্তুতি ম্যাচও হবে।

আগামী নভেম্বরে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হবে বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন ভলিবল চ্যাম্পিয়নশিপ। এবার জাতীয় দল নয়, প্রথমবারের মতো এই টুর্নামেন্ট হবে বয়সভিত্তিক দলের। অনূর্ধ্ব-২৩ খেলবে সেখানে।

news24bd.tv/সাব্বির

সম্পর্কিত খবর