হিজাব ইস্যুতে ইরানের ওপর নিষেধাজ্ঞার আহ্বান জার্মান মন্ত্রীর

সংগৃহীত ছবি

হিজাব ইস্যুতে ইরানের ওপর নিষেধাজ্ঞার আহ্বান জার্মান মন্ত্রীর

অনলাইন ডেস্ক

ইরানে হিজাব বিরোধী আন্দোলনে যারা সাহিংস ধরপাকড় চালিয়েছে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার আহ্বান জানিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক। মন্ত্রী বলেন, ইউরোপীয় ইউনিয়নে থাকা তাদের সম্পদ জব্দ করা এবং সেখানে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করার বিষয়টি নিশ্চিত করবে জার্মানি।

তিনি আরও বলেন, ‌‘যারা রাস্তায় নারীদের মারধর করে’ তারা ‘ইতিহাসের ভুল দিকে’ থাকবে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইইউ পররাষ্ট্রমন্ত্রীরা ১৭ অক্টোবর নিষেধাজ্ঞার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

একটি জার্মান সংবাদপত্রের সাথে কথা বলার সময় মন্ত্রী আন্দোলনে বিরোধীতাকারীদের নিন্দা করেন। তিনি ইরানি বিক্ষোভকারীদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আমরা আপনাদের পাশে আছি, এবং পাশে থাকব। ’

মাহসা আমিনির মৃত্যুর পরে ইরানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এমন পরিস্থিতিতে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব দিলেন জার্মান এই মন্ত্রী।

নরওয়ে ভিত্তিক ইরান মানবাধিকার গোষ্ঠী জানিয়েছে, বিক্ষোভের শুরু থেকে এ পর্যন্ত কমপক্ষে ১৮৫ জনের মৃত্যু হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, ইসলামি বিপ্লবী গার্ড কর্পস, পুলিশ ও নিরাপত্তা বাহিনীর ২০ সদস্য নিহত হয়েছেন।

news24bd.tv/আজিজ