আইপিএল নিলাম: ধরে রাখা যাবে যত খুশি তত ক্রিকেটার 

সংগৃহীত ছবি

আইপিএল নিলাম: ধরে রাখা যাবে যত খুশি তত ক্রিকেটার 

অনলাইন ডেস্ক

আগামী ১৬ ডিসেম্বরে বেঙ্গালুরুতে বসবে আইপিএলের পরবর্তী আসরের নিলাম। তবে এবার খুব বড়সড় আকারে নিলাম হচ্ছে না। গত আসরের মেগা নিলামের পর ১০ ফ্র্যাঞ্চাইজির কাছে যত রুপি বেঁচে ছিল, তার সঙ্গে আরও পাঁচ কোটি রুপি নিয়ে এবারের মিনি নিলামে নামা যাবে।

গত নিলামের পরে সবচেয়ে বেশি রুপি রয়েছে পাঞ্জাব কিংসের কাছে।

আগেরবারের বেঁচে যাওয়া ৩ কোটি ৪৫ লক্ষ টাকার সঙ্গে আরও ৫ কোটি অর্থাৎ, মোট ৮ কোটি ৪৫ লক্ষ রুপি নিয়ে আগামী নিলামে নামবে প্রীতি জিনতার দল। চেন্নাই সুপার কিংস নামবে ৭ কোটি ৯৫ লক্ষ রুপি নিয়ে।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ৬ কোটি ৫৫ লক্ষ, রাজস্থান রয়্যালস ৫ কোটি ৯৫ লক্ষ, কলকাতা নাইট রাইডার্স ৫ কোটি ৪৫ লক্ষ, গুজরাট টাইটান্স ৫ কোটি ১৫ লক্ষ এবং মুম্বাই ইন্ডিয়ান্স, সানরাইজার্স হায়দরাবাদ ও দিল্লি ক্যাপিটালস ৫ কোটি ১০ লক্ষ রুপি নিয়ে নিলামে নামবে। লখনৌ সুপার জায়ান্টস সবচেয়ে কম ৫ কোটি রুপি নিয়ে নিলামে অংশ নেবে।

‘মিনি নিলাম’ শুরুর আগে ধরে রাখা (রিটেইন) ক্রিকেটারদের তালিকা আইপিএলের গভর্নিং কাউন্সিলের কাছে জমা দিতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। আগামী ১৫ নভেম্বরের মধ্যে সেই তালিকা জমা দিতে হবে। তালিকা দেখে বাকি ক্রিকেটারদের নিলামে অন্তর্ভুক্ত করা হবে।

গেল নিলামে নতুন দুটি দল যুক্ত হয়েছিল বলে মাত্র ৪ ক্রিকেটারকে ধরে রাখার সুযোগ পেয়েছিল আইপিএলের পুরনো ৮ দল। এবার সে বিধিনিষেধ থাকছে না। ফ্র্যাঞ্চাইজিগুলো ধরে রাখতে পারবে যত খুশি তত ক্রিকেটার।

news24bd.tv/সাব্বির

এই রকম আরও টপিক