ইউক্রেনে ড্রোন হামলায় ইরানি সেনারা সরাসরি নিয়োজিত : জন কিরবি

সংগৃহীত ছবি

ইউক্রেনে ড্রোন হামলায় ইরানি সেনারা সরাসরি নিয়োজিত : জন কিরবি

অনলাইন ডেস্ক

রাশিয়ার ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের একের পর এক বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ কেন্দ্র। এ মাসের হামলাতেই দেশটি বিদ্যুৎ উৎপাদনের ৪০ শতাংশ সক্ষমতা হারিয়েছে। এমন পরিস্থিতিতে এবার ক্রিমিয়া থেকে ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় ইরানি সেনারা সরাসরি নিয়োজিত বলে অভিযোগ করেছে আমেরিকা। বৃহস্পতিবার আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের এ কথা বলেছেন।

তবে এর স্বপক্ষে কোনো প্রমাণ সরবরাহ করেননি জন কিরবি।

তিনি বলেন, আমাদের কাছে তথ্য রয়েছে, আর তা হলো ইরানিরা ক্রিমিয়ায় রুশ সেনাদের ড্রোনসংক্রান্ত প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে। তবে ইউক্রেনে অভিযান পরিচালনা করছে রুশ ড্রোন পাইলটরা।

আমেরিকা বারবার অভিযোগ করেছে, ইরান রাশিয়ার কাছে আত্মঘাতী (কামিকাজি) ড্রোন বিক্রি করেছে।

এর আগে ইয়েমেনে হুথি বিদ্রোহীদের কাছেও ড্রোন সরবরাহের অভিযোগ ছিল দেশটির বিরুদ্ধে।

ইউক্রেনের দাবি, দেশটিতে বিধ্বস্ত রাশিয়ার কামিকাজি ড্রোনের সঙ্গে ইরানের শাহেদ-১৩৬ মডেলের ড্রোনের সাদৃশ্য আছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি এরই মধ্যে রাশিয়াকে অস্ত্র সরবরাহ ইস্যুতে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছেন।

ইউরোপীয় ইউনিয়ন বৃহস্পতিবার ইরানের ড্রোন প্রস্তুতকারক শাহেদ এভিয়েশন ইন্ডাস্ট্রিজের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানকে সমর্থন করার জন্য। তবে রাশিয়াকে ড্রোন সরবরাহের অভিযোগ অস্বীকার করেছে ইরান। বিষয়টি বোঝাতে তারা ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনায়ও বসতে চাইছে।

news24bd.tv/আলী