ঘূর্ণিঝড় সিত্রাং: সারাদেশে মৃত্যু ৩৫

সংগৃহীত ছবি

ঘূর্ণিঝড় সিত্রাং: সারাদেশে মৃত্যু ৩৫

অনলাইন ডেস্ক

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সৃষ্ট ঝড়ো হাওয়ায় গাছচাপা পড়ে ও নৌকা ডুবির ঘটনায় দেশে কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন। নিহতের মধ্যে কুমিল্লায় তিন, সিরাজগঞ্জে দুই, ভোলায় চার, গোপালগঞ্জে দুই, চট্টগ্রামে আটজন নিহত হয়েছেন। এছাড়া নড়াইল, ঢাকা, শরীয়তপুর এবং বরগুনায় একাধিক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত এসব ঘটনা ঘটে।

 

চট্টগ্রাম : চট্টগ্রামের মিরসরাই উপকূলের সন্দ্বীপ চ্যানেলে বালু তোলার ড্রেজার ডুবে আট শ্রমিকের মৃত্যু হয়েছেন। সোমবার রাতে উপজেলার সাহেরখালী ইউনিয়নের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের ৩ নম্বর জেটি এলাকায় এ ড্রেজারডুবির ঘটনা ঘটে।

কুমিল্লা : কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেশাখাল এলাকায় গাছ উপড়ে পড়ে সন্তানসহ এক দম্পতি নিহত হয়েছেন। সোমবার (২৪ অক্টোবর) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন-মো. নিজাম উদ্দিন, তার স্ত্রী সাথি আক্তার ও মেয়ে লিজা আক্তার।

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলায় যমুনা নদীর ক্যানেলে ঝড়-বৃষ্টির কবলে পড়ে নৌকাডুবিতে মা-ছেলে নিহত হন। সোমবার (২৪ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পূর্বমোহন ও শিল্পপার্কের মাঝখানে যমুনা নদীতে এ নৌকাডুবির ঘটনা ঘটে। এ সময় নিহত হন উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পূর্বমোহন গ্রামের খোকনের স্ত্রী আয়েশা খাতুন (২৮) ও ছেলে আরাফাত হোসেন (২)।

ভোলা : ভোলার লালমোহন, চরফ্যাশন ও দৌলতখান উপজেলায় ঘূর্ণিঝড়ের কবলে পড়ে চারজন নিহত হয়েছেন। সোমবার (২৪ অক্টোবর) রাতে তিনজন ও মঙ্গলবার (২৫ অক্টোবর) ভোরের দিকে একজন নিহত হন। নিহত ব্যক্তিরা হলেন ভোলা সদর উপজেলার চেওয়াখালী গ্রামের মো. মফিজুল ইসলাম (৬০), চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের মো. মনির হোসেন (৩০), লালমোহন উপজেলার লর্ডহাডিঞ্জ ইউনিয়নের রাবেয়া বেগম (২৫) ও দৌলতখানের খাতিজা বেগম (৬০)।

এর মধ্যে ভোলার সদর উপজেলায় মফিজুল ইসলাম একটি ভেঙে পড়া গাছের নিচে চাপা পড়ে নিহত হন।  দৌলতখানের খাদিজা বেগমও ঘরের ওপর গাছ পড়ে চাপায় নিহত হন। লালমোহনে রাবেয়া বেগম জোয়ারের পানিতে ডুবে নিহত হন। এ ছাড়া চরফ্যাশনের হাজারীগঞ্জে মনির মোটরসাইকেল করে যাওয়ার সময় গাছের ডাল ভেঙে শরীরে পড়লে তিনি নিহত হন।

নড়াইল : নড়াইলে গাছের ডাল পড়ে মর্জিনা বেগম (৩২) নামে এক গৃহপরিচারিকা নিহত হয়েছেন। সোমবার (২৪ অক্টোবর) সকালে লোহাগড়া উপজেলা পরিষদ চত্বর এলাকায় এ ঘটনা ঘটে। মর্জিনা বাগেরহাটের বাসিন্দা।  

বরগুনা : বরগুনা সদর উপজেলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট ঝোড়ো বাতাসে বসতঘরে গাছ উপড়ে পড়ে শতবর্ষী আমেনা খাতুন (১১৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। সোমবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার সোনাখালি গ্রামে এ ঘটনা ঘটে।  

গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় গাছচাপায় স্ত্রী রোমেছা বেগম ও সারমিন বেগম নামের দুই নারী নিহত হয়েছে। সোমবার (২৪ অক্টোবর) রাতে উপজেলার পাঁচকাহনিয়া ও বাঁশবাড়িয়ার চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রোমেছা বাঁশবাড়িয়ার চরপাড়া গ্রামের হান্নান তালুকদারের স্ত্রী ও সাবরিনা পাঁচকাহনিয়া গ্রামের রেজাউল খার স্ত্রী।

ঢাকা : সিত্রাংয়ের প্রভাবে বৃষ্টি আর ঝড়ের মধ্যে ঢাকার হাজারীবাগে দেয়াল ধসে এক রিকশাচালকের মৃত্যু হয়েছেন। নিহত ওই ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। এ সময় আহত হয়েছেন এক মোটরসাইকেলচালক। সোমবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় জিগাতলার মনেশ্বর রোডে এ ঘটনা ঘটে।  

শরীয়তপুর: শরীয়তপুরের জাজিরা উপজেলায় ঝোড়ো হাওয়ায় ঘরের ওপর গাছ পড়ে শাফিয়া খাতুন (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।

news24bd.tv/হারুন