সাবিনাদের উত্তরসূরি খুঁজে বের করাতেই মন ছোটনের

অনূর্ধ্ব-১৫ নারী সাফ চ্যাম্পিয়নশিপ 

সাবিনাদের উত্তরসূরি খুঁজে বের করাতেই মন ছোটনের

অনলাইন ডেস্ক

আরও একটি সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে আগামীকাল মঙ্গলবার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। এবারের টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৫ দলের। তবে কিশোরীদের কোচ হিসেবে ডাগআউটে থাকছেন সেই গোলাম রব্বানী ছোটন। যার হাত ধরে গত সেপ্টেম্বরে প্রথমবারের মতো মূল সাফের শিরোপা উঁচিয়ে ধরে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

অনূর্ধ্ব-১৫ নারী সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী দিনে মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় মাঠে নামবে বাংলাদেশ দল। প্রতিপক্ষ ভুটান। বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এ ম্যাচে জয় ব্যতীত কিছুই ভাবছে না বাংলাদেশ কোচ। শিরোপা জয়ের লক্ষ্যে প্রথম ম্যাচ থেকেই ঝাঁপিয়ে পড়বেন রুমা আক্তাররা।

তবে কোচ ছোটনের কাছে শিরোপা জয় নয়, তার মূল লক্ষ্য সাবিনাদের উত্তরসূরি খুঁজে বের করা।

বাংলাদেশকে সাফ শিরোপার গৌরবে ভাসানো দলটির বেশিরভাগ খেলোয়াড়কেই বয়সভিত্তিক দল থেকে পিতৃস্নেহে বড় করেছেন ছোটন। দেখাভাল করেছেন, তৈরি করেছেন বড় মঞ্চে যাতে লড়তে পারেন।  এবারের অনূর্ধ্ব-১৫ দল থেকেও সাবিনা-কৃষ্ণাদের মতো খেলোয়াড় বের করতে চান তিনি। আজ সংবাদ সম্মেলনে ছোটন বলেন, ‘আমাদের প্রথম উদ্দেশ্য সাবিনা-কৃষ্ণা ও সানাজিদাদের উত্তরসূরি বের করা। যেহেতু টুর্নামেন্ট তাই শিরোপা জেতাটাও উদ্দেশ্য। তবে এটা দ্বিতীয় লক্ষ্য। ’

২০১৭ সালে নারীদের সাফ অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্ট শুরু হয়। প্রথম আসরেই চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। এরপরের দুই আসরে লাল-সবুজের প্রতিনিধিরা হয় রানার্স-আপ। সে দুই আসরে চ্যাম্পিয়ন হয় ভারত। তবে বাংলাদেশে হতে যাওয়া এবারের আসরে ভারত অংশ নিচ্ছে না। ভারত না থাকায় এই টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা কমবে কি-না, এই প্রশ্নের উত্তর দেন নেপাল কোচ ভাগ্যতী রানা মাগার। তিনি বলেন, ‘ভারত নেই তো কি হয়েছে, তিন দলই সমান যোগ্যতা সম্পন্ন। ’

গত মাসে নেপাল থেকে সাবিনারা স্বাগতিকদের হারিয়ে সাফের শিরোপা নিয়ে দেশে ফিরেছিল। এবার নেপাল চায় বাংলাদেশ থেকে শিরোপা নিয়ে যেতে। নেপাল কোচ একপ্রকার হুংকার দিয়েই বলেছেন, ‘আমরা অবশ্যই প্রতিশোধ নিতে চাই। শিরোপা নিয়ে ফিরতে চাই। ’ তবে ভুটানের কোচ ইয়াংচেনের কণ্ঠ অতটা দৃঢ় নয়, ‘আমাদের এই মেয়েরা দেশের বাইরে প্রথম খেলবে। এই টুর্নামেন্ট দিয়েই আন্তর্জাতিক অভিষেক হবে তাদের। ’

আগামীকাল এই টুর্নামেন্ট শুরু হয়ে চলবে ১১ নভেম্বর পর্যন্ত। তিন দল একে অপরের সঙ্গে দুইবার মোকাবিলা করবে। চার ম্যাচ শেষে সর্বোচ্চ পয়েন্টধারী দল হবে চ্যাম্পিয়ন। একাধিক দলের পয়েন্ট সমান হলে হেড-টু-হেড বিবেচনা করে চ্যাম্পিয়ন নির্ধারণ করা হবে।

news24bd.tv/সাব্বির