মামলা করায় বৃদ্ধকে গাছে বেঁধে নির্যাতন

সংগৃহীত ছবি

মামলা করায় বৃদ্ধকে গাছে বেঁধে নির্যাতন

অনলাইন ডেস্ক

ময়মনসিংহের গৌরীপুরে জমি নিয়ে বিরোধের জেরে মামলা করায় বৃদ্ধকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। খবর পেয়ে শুক্রবার (৪ নভেম্বর) সকালে ঘটনাস্থল থেকে বৃদ্ধাকে উদ্ধার করে পুলিশ। পরে তাকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ভুক্তভোগী আব্দুল হামিদ খান পাঠান (৭০) ওরফে তারা মিয়া উপজেলার বোকাইনগর ইউনিয়নের নিজামাবাদ এলাকার মৃত খালে খান পাঠানের ছেলে।

ভুক্তভোগী তারা মিয়া বলেন, ‘আমার ছেলে রুবেল মিয়ার ৪০ শতাংশ জমি জোরপূর্বক দখলের পাঁয়তারা করে আসছে আমার সৎ ভাইয়ের ছেলে হাবিবুর রহমান আবু (৪০) ও নয়ন মিয়া খান পাঠান (৩৪)। এর জেরে গত ২ আগস্ট অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে নিজ দখলিয় ৪০ শতাংশ ভূমিতে ১৪৪ ধারা জারির জন্য অভিযোগ দায়ের করি। এ মামলায় বৃহস্পতিবার আদালত থেকে জামিন নিয়ে আসে আসামিরা। জামিনে এসেই তারা আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে খোঁজাখুঁজি করতে থাকে।

শুক্রবার সকালে বাড়িতে এসে তাকে না পেয়ে আমাকে ধরে নিয়ে যায়। ওদের বাড়িতে গাছের সঙ্গে বেঁধে মাটিতে ফেলে নির্যাতন করে। ’

ভুক্তভোগীর ছেলে রুবেল মিয়া বলেন, ‘মামলা করায় আমার বাবাকে ধরে নিয়ে যায় আসামিরা। এরপর আমি গৌরীপুর থানায় ছুটে যাই। আমার ছোট বোন লাইলী আক্তার ৯৯৯-এ কল করে। খবর পেয়ে গৌরীপুর থানার সহকারী এসআই মো. হানিফ মিয়া ঘটনাস্থলে এসে দেখেন, আমার বাবাকে গাছে বেঁধে মাটিতে ফেলে তারা নির্যাতন করছে। এরপর তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ’

এ ঘটনায় গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, ‘৯৯৯-এ কল পেয়ে তারা মিয়াকে উদ্ধার করে পুলিশ। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ’

news24bd.tv/মামুন