'যারা মুক্তিযোদ্ধা সৈনিকদের হত্যা করেছে তাদের বিচার হবেই'

সংগৃহীত ছবি

'যারা মুক্তিযোদ্ধা সৈনিকদের হত্যা করেছে তাদের বিচার হবেই'

অনলাইন ডেস্ক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, ৭ নভেম্বর মুক্তিযোদ্ধা সৈনিকদের যারা অকারণে হত্যা করেছে তাদের বিচার হবেই। এ বিষয়ক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ সোমবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে '১৯৭৫ সালের ৭ নভেম্বর শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গ' আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৭ নভেম্বর ক্যু’র নাম করে মুক্তিযোদ্ধা সৈনিকদের হত্যা করা হয়েছিল।

এ হত্যার বিচার এখনও হয়নি। তবে তাদের আত্মীয়-স্বজনরা জীবিত থাকতেই বিচার দেখে যেতে পারবেন।  প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশ্যই এই হত্যাকাণ্ডের বিচার করবেন।

মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ একটা ধ্বংসস্তুপ ছিল।

বাংলাদেশ ব্যাংকে কোনো টাকা ছিল না। এই যে আমরা জামা কাপড় পরেছি সেগুলোর জন্য সেই সময় লাইন ধরে দাঁড়িয়েছিলাম। আজকে সেই জায়গা থেকে বাংলাদেশ কতটা উন্নত হয়েছে। এই উন্নয়নের পেছনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অবদান অনস্বীকার্য।

তিনি বলেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজগুলোকেই তার কন্যা শেখ হাসিনা সম্পন্ন করছেন। তার রক্ত যার শরীরে বইবে তারা তো ঘুরে দাঁড়াবেই। এটা বুঝতে পেরেই বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল ঘাতকরা। সেদিন সৌভাগ্যক্রমে বেঁচে যান শেখ হাসিনা ও শেখ রেহানা। তারপরও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ১৯ বার হত্যার চেষ্টা করা হয়েছে। কিন্তু পারেনি। তারা চার নেতাকে হত্যা করেছে। মুক্তিযোদ্ধা সৈনিকদের হত্যা করেছে। তাদের বিচার হবেই।

অনুষ্ঠানে ৭ নভেম্বরে শহীদ হওয়া মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যরা সেদিনের হত্যাকাণ্ডের বিচারের দাবি জানান। এছাড়া সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগ করে তার মরণোত্তর বিচারেরও দাবি জানান বক্তারা।

news24bd.tv/রিমু