ফাইনালে বৃষ্টির আশঙ্কা কতটুকু?

সংগৃহীত ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপ

ফাইনালে বৃষ্টির আশঙ্কা কতটুকু?

অনলাইন ডেস্ক

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের পুরো আসরে ছিলো বৃষ্টির চোখ রাঙানি। বৃষ্টি বিভ্রাটে ভেসে গেছে মূল পর্বের চারটি ম্যাচ। অস্ট্রেলিয়ার আবহাওয়ার যা অবস্থা, তাতে রবিবার ফাইনালেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। রিজার্ভ ডে তেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সে কথা মাথায় রেখে ম্যাচের সময়ও বাড়িয়েছে আইসিসি।  

আইসিসির নিয়মানুযায়ী একটি টি-টোয়েন্টি ম্যাচ শেষ করতে সময় নির্ধারিত আছে ৫ ঘণ্টা ১০ মিনিট। সে নিয়ম পরিবর্তন করে ফাইনাল ম্যাচে অতিরিক্ত ২ ঘণ্টা সময় রাখা হয়েছে। অর্থাৎ, ৭ ঘণ্টা ১০ মিনিট সময় থাকবে খেলা শেষ করার।

এদিকে অস্ট্রেলিয়ার আবহাওয়ার দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সকালে ৭৪ শতাংশ এবং দুপুরে ৩৭ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশে থাকবে মেঘ। সেই সঙ্গে ২২ কিমি বেগে হাওয়া বইতে পারে।  

অস্ট্রেলিয়ার স্থানীয় সময় সন্ধ্যে ৭টা থেকে ম্যাচ শুরু হবে। টস হবে সন্ধ্যা ৬.৩০ মিনিটে। সেই সময় কি বৃষ্টি হতে পারে?

• সন্ধ্যা ৬টা (বাংলাদেশ সময় দুপুর ১ টা): বৃষ্টির সম্ভাবনা ৪৮ শতাংশ

• সন্ধ্যা ৭টা (বাংলাদেশ সময় দুপুর ২ টা): বৃষ্টির সম্ভাবনা ৫২ শতাংশ

• সন্ধ্যা ৮টা (বাংলাদেশ সময় দুপুর ৩ টা): বৃষ্টির সম্ভাবনা ৪৯ শতাংশ

• সন্ধ্যা ৯টা (বাংলাদেশ সময় বিকাল ৪ টা): বৃষ্টির সম্ভাবনা ৫৬ শতাংশ

• সন্ধ্যা ১০টা (বাংলাদেশ সময় বিকাল ৫ টা): বৃষ্টির সম্ভাবনা ৪৯ শতাংশ

• সন্ধ্যা ১১টা (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টা): বৃষ্টির সম্ভাবনা ৬৩ শতাংশ

news24bd.tv/আজিজ

এই রকম আরও টপিক