চুয়াডাঙ্গায় আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে হয়নি কমিটি ঘোষণা

প্রতীকী ছবি

চুয়াডাঙ্গায় আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে হয়নি কমিটি ঘোষণা

অনলাইন ডেস্ক

প্রকাশ্যে কমিটি ঘোষণা ছাড়াই ফিরে গেলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। সোমবার চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের ত্রি- বার্ষিক সম্মেলন শেষে কমিটি ঘোষণার কথা ছিল। সাবজেক্ট কমিটির বৈঠকে সাধারণ সম্পাদক পদে মত পার্থক্য দেখা দেওয়ায় কেন্দ্রীয় নেতারা কমিটি ঘোষণা না করেই ফিরে যান।

চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান বলেন, দিনব্যাপী সম্মেলন শেষে কেন্দ্রীয় নেতারা সার্কিট হাউজে সাবজেক্ট কমিটি নিয়ে আলোচনায় বসেন।

আলোচনায় সভাপতি পদে বর্তমান সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দারের বিষয়ে কারো আপত্তি না থাকলে সাধারণ সম্পাদক পদে মতপার্থক্য তৈরী হয়। দীর্ঘ আলোচনার পরও নেতারা কোনো সিদ্ধান্ত নিতে পরেননি। ফলে প্রকাশ্যে কমিটি ঘোষণা ছাড়াই নেতৃবৃন্দ চুয়াডাঙ্গা ত্যাগ করেন।

প্রসঙ্গত, সোমবার চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে অতিথি হিসেবে আসেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হকসহ অনেকে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সম্পর্কিত খবর