একাত্তরে বুদ্ধিজীবী ও গণহত্যার বিচার দাবিতে জাতিসংঘে স্মারকলিপি

সংগৃহীত ছবি

একাত্তরে বুদ্ধিজীবী ও গণহত্যার বিচার দাবিতে জাতিসংঘে স্মারকলিপি

অনলাইন ডেস্ক

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বুদ্ধিজীবী হত্যা ও গণহত্যায় জড়িত থাকা পাকিস্তানি সেনাদের বিচারের দাবিতে জাতিসংঘের আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালতে স্মারকলিপি পেশ করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। ১৪ই আগস্ট বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতিসংঘের জাতিসংঘের মহাসচিব বরাবর স্মারকলিপি প্রদান করে সংগঠনটি।

স্মারকলিপিতে বলা হয়, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম গোটা বিশ্ব সম্প্রদায়কে দাসত্ব ও অন্যায় থেকে স্বাধীনতা অর্জনের পথ দেখিয়েছে। পাকিস্তানি সামরিক বাহিনী সরাসরি বুদ্ধিজীবী হত্যার সাথে জড়িত ছিল এবং তারাই একাত্তরে গণহত্যা পরিচালনা করেছিল।

মুক্তিযুদ্ধের সময় ত্রিশ লাখ মানুষ নিহত এবং দুই লাখ নারী ধর্ষিত হয়েছিল।  

১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা দিবসে বাংলাদেশ মুক্তিযোদ্ধা মঞ্চ সাড়ে ১৬ কোটি বাংলাদেশীর পক্ষে ১৯৭১ সালে বুদ্ধিজীবী হত্যা ও গণহত্যার সঙ্গে সরাসরি জড়িত পাকিস্তানি সেনাদের বিচার দাবি জানায়।

news24bd.tv/আজিজ