যারাই দেশে অরাজকতা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

যারাই দেশে অরাজকতা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, জামায়াত-শিবিরসহ যারাই দেশে অরাজকতা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আজ বুধবার সকাল ১১টায় রাজশাহীর বাঘায় আনসার ও ভিডিপি মডেল উপজেলা কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে হত্যা বন্ধে ভারতের সঙ্গে আলোচনা হয়েছে। আমরা তাদের সাথে কথা বলেছি সীমান্তে যেন মরণাস্ত্র ব্যবহার না করা হয়।

এখন অনেক স্থানে আর মারণাস্ত্র ব্যবহার হচ্ছে না।

যে সব স্থানে মারণাস্ত্র ব্যবহার হচ্ছে সেখানে বিজিবি-বিএসএফ বৈঠক করে তা বন্ধ করার ব্যাপারে আলোচনা করছে বলেও জানান মন্ত্রী।

অনুষ্ঠানে মন্ত্রী বাঘা ও দুর্গাপুর উপজেলার আনসার ও ভিডিপির মডেল কার্যালয়ের উদ্বোধন করেন। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, বাংলাদেশ আনসার ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল নাজমুল ইসলাম উপস্থিত ছিলেন।

news24bd.tv/রিমু