গাজীপুরে তক্ষকসহ তিনজন গ্রেপ্তার 

গাজীপুরে তক্ষকসহ তিনজন গ্রেপ্তার 

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে বিলুপ্ত প্রজাতির তক্ষকসহ পাচারকারী চক্রের তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ দুপুরে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপকমিশনার আবু তোরাব মো. শামছুর রহমান।

গ্রেপ্তাররা হলেন- তক্ষক পাচারকারী মাসুদ রানা (৫৩), মো. ইদ্রিস আলী (৪৮) ও  শাহিন আলম (৪২)

আবু তোরাব মো. শামছুর রহমান বলেন, গত মঙ্গলবার একটি অসাধু চক্র সকাল ১১টায় আউটপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিলুপ্ত প্রায় তক্ষক পাচারের সময় সংঘবদ্ধ বন্যপ্রাণী পাচারকারী চক্রের তিন সদস্যকে আটক করা হয়।

আউটপাড়া এলাকায় কালোবাজারের মাধ্যমে তক্ষক বিক্রি করে বিদেশে পাচারের জন্য কতিপয় পাচারকারী অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে স্থানীয় ফার্নিচারের দোকানের সামনে থেকে একটি তক্ষকসহ অপর তিনজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, তারা একটি সংঘবদ্ধ বন্যপ্রাণী পাচারকারী দলের সক্রিয় সদস্য। তক্ষকসহ বন্যপ্রাণী কালোবাজারের মাধ্যমে বাংলাদেশ থেকে পাচার করে থাকেন।