ব্রাহ্মণবাড়িয়াকে ১৯ গোলে হারালো বসুন্ধরা কিংস

সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়াকে ১৯ গোলে হারালো বসুন্ধরা কিংস

অনলাইন ডেস্ক

নারী ফুটবল লিগে প্রতিপক্ষকে আবারও গোলবন্যায় ভাসালো বসুন্ধরা কিংস। আজ রোববার কমলাপুর স্টেডিয়ামে এফসি ব্রাহ্মণবাড়িয়াকে ১৯-০ গোলে বিধ্বস্ত করেছে কিংসের মেয়েরা। প্রতিপক্ষকে উড়িয়ে দেওয়ার দিন একাই আট গোল করেছেন সাবিনা খাতুন। হ্যাট্রিক করেছেন কৃষ্ণা রানী সরকার।

জোড়া গোল ঋতুপর্ণা চাকমা, সামসুন্নাহার ও আনুচিং মুগিনির। এছাড়া সুমাইয়া ও নারগিস করেছেন একটি করে গোল।

চলতি নারী ফুটবল লিগে এটাই বসুন্ধরা কিংসের সবচেয়ে বড় জয়। কিংসের মেয়েদের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ জয়।

গত মৌসুমে নাসরিন স্পোর্টসকে ২০-০ গোলে হারিয়েছিল তারা। আর এবারের লিগেও প্রতি ম্যাচেই প্রতিপক্ষকে উড়িয়ে বড় জয় তুলে নিচ্ছে সাবিনা-কৃষ্ণারা।

আজ কমলাপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিপক্ষে প্রথম মিনিটেই কিংসকে এগিয়ে নেন কৃষ্ণা রানী সরকার। অষ্টম মিনিটে ব্যবধান বাড়ান সাবিনা খাতুন। ১১ ও ১৩ মিনিটে আরও দুটি গোল করে হ্যাটট্রিক পূরণ করেন সাবিনা। এরপর আরও পাঁচবার লক্ষ্যভেদ করেছেন অধিনায়ক। মাঝে ১০ মিনিটে একটি এবং দ্বিতীয়ার্ধের যোগ করা দ্বিতীয় মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন কৃষ্ণা। এরপর একে একে স্কোরশিটে নাম লিখিয়েছেন ঋতুপর্ণা চাকমা, শামসুন্নাহার, সুমাইয়া, আনুচিং ও নার্গিস।

দিনের অন্য ম্যাচে উত্তরা ফুটবল ক্লাবকে ১-০ গোলে হারিয়েছে আতাউর রহমান ভুঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব। দশ ম্যাচ শেষে ৩০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে তারা। সমান পয়েন্ট নিয়ে গোল গড়ে এগিয়ে থাকায় শীর্ষে বসুন্ধরা কিংসের মেয়েরা। লিগের শেষ ম্যাচে আগামী ২৯ ডিসেম্বর মুখোমুখি হবে এই দুই দল। ওই ম্যাচের জয়ী দলের হাতে উঠবে লিগ শিরোপা। তবে ম্যাচ ড্র হলে গোল ব্যবধানে যারা এগিয়ে থাকবে তারাই হবে চ্যাম্পিয়ন। কিংসের সামনে আছে হ্যাটট্রিক লিগ শিরোপা জয়ের দারুণ সুযোগ।  

news24bd.tv/সাব্বির