কাল আধাবেলা হাইকোর্ট বন্ধ

সংগৃহীত ছবি

কাল আধাবেলা হাইকোর্ট বন্ধ

অনলাইন ডেস্ক

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী খন্দকার মাহবুব হোসেনকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি ও সুপ্রিম কোর্টের আইনজীবীরা। প্রবীণ এ আইনজীবীর প্রয়াণে সোমবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারকাজ আধাবেলা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

শনিবার রাতে এভারকেয়ার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খন্দকার মাহবুব হোসেন (৮৪)। রোববার সকালে বসুন্ধরা আবাসিক এলাকার মসজিদে প্রথম জানাজার পর মীরপুরের খন্দকার মাহবুব হোসেন চক্ষু হাসপাতাল প্রাঙ্গণে তাঁর দ্বিতীয় জানাজা হয়।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তৃতীয় জানাজার পর চতুর্থ জানাজা হয় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির পক্ষে তাঁর কফিনে শেষ শ্রদ্ধা জানানো হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও নজরুল ইসলাম খানের নেতৃত্বে নেতাকর্মীরা দলীয় পতাকায় তাঁর কফিন ঢেকে দিয়ে শ্রদ্ধা জানান।

এ সময় খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘তাঁর মৃত্যুতে যে ক্ষতি হয়েছে তা পূরণ হওয়ার নয়।

সুপ্রিম কোর্টর তাদের একজন অভিভাবক হারাল। আর আমরা হারালাম জাতীয়তাবাদী আদর্শের এক নেতাকে। ’

পরিবারের পক্ষে খন্দকার মাহবুব হোসেনের ছেলে খন্দকার শামীম হোসেন এ সময় প্রয়াত বাবার জন্য সবার কাছে দোয়া চান। জানাজা শেষে খন্দকার মাহবুব হোসেনের মরদেহ নিয়ে যাওয়া হয় তাঁর কয়েক দশকের কর্মস্থল সুপ্রিম কোর্টে। সেখানে আইনজীবী সমিতি ভবনের সামনে তাঁর চতুর্থ জানাজা অনুষ্ঠিত হয়। এ জানাজায় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান, বিচারপতি ওবায়দুল হাসান, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনসহ সমিতির জ্যেষ্ঠ আইনজীবীরা জানাজায় অংশ নেন।

জানাজা শেষে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিসহ বিভিন্ন সংগঠন খন্দকার মাহবুব হোসেনের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় প্রবীণ এ আইনজীবীর প্রয়াণে সোমবার দ্বিতীয়ার্ধে উচ্চ আদালতের বিচারকাজ বন্ধ রাখার ঘোষণা দেন প্রধান বিচারপতি।

আগামীকাল সোমবার মালিবাগের চৌধুরীপাড়ায় মাটির মসজিদে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে খন্দকার মাহবুবকে সমাহিত করা হবে বলে জানিয়েছেন তার ছেলে খন্দকার সোয়েব মাহবুব।

news24bd.tv/ইস্রাফিল