শেরপুরে টাকা ছাড়া মেলেনি মাধ্যমিকের বই

শেরপুরে টাকা ছাড়া মেলেনি মাধ্যমিকের বই

শেরপুরে বই উৎসবের দিনে টাকা ছাড়া শিক্ষার্থীদের মাধ্যমিকের বই না দেওয়ার অভিযোগ উঠেছে। জেলার শ্রীবরদী উপজেলার ভারেরা ছমিরুদ্দীন পাবলিক স্কুল এন্ড কলেজে এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা ঘটনার প্রতিবাদ করলে তাদের ওপর চড়াও হয় স্কুল ম্যানেজিং কমিটির সদস্যরা। দুইটি ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় তীব্র সমালোচনা।

শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, ভর্তি ও সেশন চার্জের টাকার নামে পাঁচশো টাকা করে নেয়া হচ্ছে। টাকা না দিতে পারায় বই ছাড়াই ফিরে যেতে হয়েছে অনেককে। অভিভাবকদের দাবি, দরিদ্র শিক্ষার্থীদেরও কোন ছাড় দেয়া হয়নি।

তবে এই ঘটনাকে সাজানো ও উদ্দেশ্যপ্রণোদিত বলছেন ওই স্কুলের প্রধান শিক্ষিকা মোছা. কামরুন্নাহার।

তিনি বলেন, এসব করা হয়েছে আমাকে হেয় করার জন্য।

তবে বই উৎসবে টাকার বিনিময়ে বই দেয়ার কোন সুযোগ নেই বলে জানিয়েছেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান। তিনি বলেন, বিনামূল্যে পাঠ্যপুস্তক সরবরাহের সাথে আর্থিক লেনদেনের কোনো নিয়ম নেই। এগুলো কেউ করে থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

জেলার ৭৪২টি সরকারি প্রাথমিক ও ১৮১টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসবে মেতে ওঠে শিক্ষার্থীরা।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক