মারা গেলেন পৃথিবী প্রদক্ষিণকারী অ্যাপোলো ৭-এর সবশেষ নভোচারী

সংগৃহীত ছবি

মারা গেলেন পৃথিবী প্রদক্ষিণকারী অ্যাপোলো ৭-এর সবশেষ নভোচারী

অনলাইন ডেস্ক

মারা গেলেন অ্যাপোলে ৭ এর সবশেষ নভোচারী ওয়াল্টার কানিংহাম। মঙ্গলবার ৯০ বছর বয়সে টেক্সাসের হিউস্টনে মারা যান তিনি। এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

নাসার প্রথম সফল মানববাহী মহাকাশ অভিযান অ্যাপোলো ৭-এর শেষ জীবিত ব্যক্তি ছিলেন তিনি।

অবশেষে তিনিও মারা গেলেন।  

নাসা, একটি প্রেস রিলিজে ওয়াল্টার কানিংহামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তিনি ১৯৬৮ সালে মহাকাশ ফ্লাইটের অংশ ছিলেন। যা ১১ দিন ব্যাপী পৃথিবী প্রদক্ষিণ করেছিল।

যা পরবর্তীতে এক বছর পর ১৯৬৯ সালে প্রথমবারের মতো চাঁদে মানুষ অবতরণে সাহায্য করেছিল।

নাসা জানায়, ‘ওয়াল্ট কানিংহাম একজন ফাইটার পাইলট, পদার্থবিদ এবং একজন উদ্যোক্তা ছিলেন। এর বাইরে তিনি সর্বোপরি একজন অনুসন্ধানকারী ছিলেন। অ্যাপোলো ৭-এ, একটি ক্রুড অ্যাপোলো মিশনের প্রথম প্রবর্তক তিনি। ওয়াল্ট এবং তার ক্রুমেটরা ইতিহাস তৈরি করেছিল। তারায় আজকের আর্টেমিস প্রজন্মের জন্য পথ প্রশস্ত করে রেখে গিয়েছে। আমাদের দেশের মহাকাশ কর্মসূচিতে তার অবদান সবসময় মনে রাখবে নাসা। এবং কানিংহাম পরিবারের প্রতি আমাদের সমবেদনা। ’

news24bd.tv/আমিরুল